হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিন💛া খান। এর আগে শারীরিক অসুস্থতার কথা নিজেই সামাজিকমাধ্যমে জানিয়েছেন ভক্তদের। তবে ঠিক কী কারণে তাকে ভর্তি করাতে হয়েছে, 🌃সেটা এখনও জানা যায়নি।
দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (২৭ অক্টোবর) মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করেন হিনা খান। ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, খুশি ও ভালোবাসা ছড়িয়ে দিন। আপনি কোথায় আছেন, কোন মানসিক অবস্থায় রয়েছ🥃েন, সেটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আয়না দেখলেই নিজের একটা ছবি তুলে নিꦛন।
এদিকে পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, হিনার পরনে রয়েছে হাসপাতালের পোশাক। সঙಌ্গে উ🐼ঁচু করে বাঁধা পনিটেল।
ভারতীয় হিন্দি সির🍸িয়ালে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন হিনা। অভিনয়🌳 করেছেন বড় পর্দাতেও। বড় পর্দায় সাফল্য হিসেবে অস্কার লাইব্রেরিতে সম্প্রতি হিনা অভিনীত ‘কান্ট্রি অফ ব্লাইন্ড’ সিনেমাটি জায়গা করে নিয়েছে।