ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)✨ কার্যালয়ে গেছেন দেশের আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল ৩টা ২০ মিনিটেඣর দিকে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।
ডিবি কার্যালয়ের প্রবেশের আগে সংবাদমাধ্যমকে হিরো আলম বলেন, ‘‘ডিবি প্রধান মুহাম্মদ হারুন অর রশীদ স্যারের সঙ্গে একটা ব♈িষয় নিয়ে কথা বলতে এসেꦫছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবো।’’
ডিবি কার্যালয় থেকে বের হয়ে গণমাধ্যমকর্মীদের মুখোমুখী হন হিরোꦜ আলম। সেসময় তিনি বলেন, ‘‘অনেক আগে আমার আইড𓆉ি হ্যাক হয়েছিল, সে বিষয়ে ডিবি প্রধানের সঙ্গে কথা বলতে এসেছিলাম।’’
হিরো আলম আরও বলেন, ‘‘আপনারা দেখেছেন আমি নির্বাচনে দাঁড়াইলে মারধর খাই। সামনে নির্বাচন, আমি যদি আবারও নি🦂র্বাচনে আসি, তাহলে ওনারা আমাকে কতটুকু নিরাপত্তা দꦛিতে পারবেন, এ বিষয়ে জানতে এসেছিলাম।’’
আগামী নির্বাচনে আপনাকে দেখা যাবে কিনা? এমন প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, ‘‘আমি যদি নির্বাচন করি, তাহলে বগুড়া থেকেই করব। তবে আমি এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে যুক্ত হয়নি। এর আগে একটা সংগঠনের প্রোগ্রামে গিয়েছিলাম, তবে সে𝔍টা কোনো দল নয়।’’
এর আগে হিরো আলম ডিবি অফিসে গিয়ে অভিযোগ করেছিলেন তাকে হুমকি দেওয়া হয়েছে। এ সময় তিনি সংবাদ সম্মেলন করে বলেছিলেন, কিছু লোক তাকে মার𒊎ার জন্য খুঁজছে। নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত।