• ঢাকা
  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এ আর রহমানের সঙ্গে দেখা করতে মুখিয়ে ছিলেন মনীষা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৩, ১০:১৫ এএম
এ আর রহমানের সঙ্গে দেখা করতে মুখিয়ে ছিলেন মনীষা

স্মৃতির ঝাঁপি যেন খুলে দিলেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। সম্প্রতি ‘ইন্ডিয়া জিরো টু’ ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ১৯৯৫ সা🀅লে মুক্তি পাওয়া মণিরত্নম পরিচালিত তামিল সিনেমা ‘বোম্বে’তে অভিনয়ের স্মৃতিচা༒রণ করেন। চলচ্চিত্রটির সংগীত পরিচালক ছিলেন মায়েস্ত্রো এ আর রহমান। মনীষা বলেছেন, তিনি এ আর রহমানের সঙ্গে দেখা করতে মুখিয়ে ছিলেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, “কোন তরুণ তুর্কি এমন চমৎকার সব সংগীত তৈরি করছেন, তা আমি জানতে চেয়েছিলাম। বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ততদিনে তা🧜র বিশাল ফ্যানবেজ তৈরি হ𝓀য়ে গেছে। একজন ভক্ত হিসেবেই আমি তার সঙ্গে দেখা করতে মুখিয়ে ছিলাম।”

মনীষা কৈরালা ‘বোম্বে’ ছবিতে অভিনয়ের স্মৃতিচারণ করে বলেন, “আমি বোম্বে সিনেমায় অভিনয় করতে চাইনি। এমন একটি চরিত্রে অভিনয় না করতে মানুষ আমাকে সতর্ক করেছিল। কিন্তু সিনেমাটোগ্রাফার অশোক মেহতা রাগান্বিত স্বরে আমাকে বললেন, ‘ত♒ুমি কী জানো মণিরত্নম কত ভালো কাজ করেন? যদি তুমি তাকে প্রত্যাখ্যান করো, তাহলে তুমি নিজেকে নির্বোধ বলে প্রমাণ করবে।’ অশোকের এ কথায় আমার চৈতন্য হলো। তারপর মা ও আমি চেন্নাই গেলাম। সেখানে আমার লুক টেস্ট হলো। বোম্বে করতে পেরে আমি আসলেই খুশি।”

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ‘বোম্বে’ এখন এক ক্ল্যাস🅺িক হিসেবে গ্রাহ্য হচ্ছে। দুই ভিন্ন ধর্মের অনুসারী এক দম্পতিকে যারা ১৯৯২-৯৩ সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় বোম্বেতে থাকতেন তাদের নিয়ে এ সিনেমার গল্পের বুনন।

Link copied!