সম্প্রতি ঢালিউডের একের পর এক দর্শকনন্দিত সিনেমা উপহার দিচ্ছে। এ যেন সিনেমা জগতে এক উদাহরণ সৃষ্টি করে চলেছে। ‘হাওয়া’, ‘পরাণ’ সিনেমার মধ্য দিয়ে দর্শক আবার হলে ফিরেছে। মু🎶ক্তির এক মাস পরও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাগুলো।
এবার পাশ💖াপাশি পাল্লা দিয়ে যুক্ত হলো নতুন আরেকটি সিনেমা। নাম ‘ভাইয়ারে’। রকিবুল আলম রকিব পরিচালিত সিনেমাটি শুক্রবার (২ সেপ্টেম্বর) দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির নায়ক রাসেল মিয়া।
এটি রাসেলের প্রথম সিনেমা। তাই অভিনয়ের পাশাপাশি নিজের জায়গা থেকে প্রচারণার সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি। এমনকি রাস্তায় পোস্টারের ভ্যান 🐬চালিয়েও দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছেন! ‘পবিত্র ছবি’ বলেও চালানো হয়েছে অভিনব প্রচারণা।
অন্যদিকে ‘পরাণ’,💎 ‘হাওয়া’ ঝড়ের মাঝে ‘ভাইয়ারে’ ছবিটি তলিয়ে যাওয়ার সম্ভা🍨বনার কথাও বলছেন সমালোচকরা!
যদিও এর নায়ক রাসেল মিয়া সেটি মানতে নারাজ। এ প্রসঙ্গে নায়ক বলেন, “অনেক সিনেমাই অল্প হল নিয়ে মুক্তি পায়। পরে দর্শকের ভালোবাসায় ছড়িয়ে যায় দেশজুড়ে। আমাদের আত্মবিশ্বাস আছে। আশা করি, আমাদ൩ের সিনেমাও দর্শক পছন্দ করবেন এবং ধীরে ধীরে এর হল সংখ্যা বাড়বে।”
‘ভাইয়ারে’ সিনেমায় রাসেল মিয়ার সঙ্গে অভিনয় করেছেন এ🌠লিনা শাম্মী, শবনম পারভীন, পীরজাদা হারুন, বড়দা মিঠু, সীমান্ত আহꦉমেদ, হেলেনা জাঙ্গীর, জারা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন ফখরুল হোসেন। পরিবেশনায় জাজ মাল্টিমিডিয়া।
এই সিনেমার সংগীত পরিচালনা করেছেন প্লাবন কোরেশি। গান গেয়েছেন এস আই টুটুল, মনির খান ও সুলতানা ইয়াসমিন লায়লা।