• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আসছে ‘গার্লস স্কোয়াড’ সিজন থ্রি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩, ১১:৫৭ এএম
আসছে ‘গার্লস স্কোয়াড’ সিজন থ্রি
‘গার্লস স্কোয়াড’ নাটকের চরিত্র। ছবি: সংগৃহীত

দেশের ওটিটি প্লাটফর্মে আবারও আসছে নারীকেন্দ্রিক গল্প ‍‍‘গার্লস স্কোয়াড’। সাফল্যের ধারাবাহিဣকতায় এবার ‘গার্লস স্কোয়াড’র সিজন থ্রি নির্মিত করা হয়েছে।

এর আগে ২০২১ সালে প্রথম সিজন প্🎃রকাশের পর সাড়া ফেলে ‘গার্লস স্কোয়াড’। পরের বছর দ্বিতীয় সিজনটিও পছন♎্দ করেন দর্শক। সাফল্যের ধারাবাহিকতায় আবারও জমজমাট গল্পে তৈরি হয়েছে ‘গার্লস স্কোয়াড’ সিজন থ্রি।

এবারের সিজনে দেখা যাবে, ‘গার্লস স্কোয়াড’র সদস্য নাবিলার বিয়ে। সেই বিয়েকে ꦜকেন্দ্র করে ঘটতে থাকা মজার ঘটনা আর ফাঁদের গল্প দিয়ে এগিয়ে যাবে সিজন থ্রি। লোভে পাপ, পাপে মৃত্যু-এই বার্তাটি নাটকীয়ভাবে দর্শকদের দেয়ার চেষ🐽্টা করেছেন নির্মাতা মাইদুল রাকিব।

‘গার্লস স্কোয়াড’ সিজন থ্রি’তে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাবিলা ইসলাম, সামিরা খান মাহি, রুকাইয়া জাহান চমক, সেমন্তী সৌমি, শামিম✅া আফরিন অমি, জেরিন, স্বর্ণলতা, ইমন, মারজুক রাসেল, চাষী আলম, আনন্দ খালেদ, মেহেদী হাসান হৃদয় প্রমুখ।

Link copied!