জীবনে চলার পথে অনেকের সঙ্গে পরিচয় হয়, তার মধ্যে ক’জন হয়ে ওঠে বন্ধু। এই বন্ধুরা থাকে ভালো খারাপের সঙ্গি। প্রতিটা মুহূর্তে সবার আগে আমাদের ব✤ন্ধুর কথাই মাথায় আসে। আমরা সব কিছু চাইলেই মা-বাবা, ভাই-বোন বা পরিবারের অন্য সদস্যদের বলতে পারি না। সে কথাগুলো বলার জন্য একমাত্র নির্ভরতার জায়গা হল বন্ধু। প্রতিটি দিন বন্ধুদের জন্য সমান গুরুত্বপূর্ণ হলেও একটি বিশেষ দিনে পালিত হয় বন্ধু দিবস। এমন একটি দিনে মিলিত হলেন ঢাকার শোবিজ অঙ্গনের বন্ধুরা। তৌসিফ, সিয়াম, জোভান, টয়ারা দীর্ঘদিনের বন্ধু। সম্প্রতি একসঙ্গে ব্যাংকক থেকে তারা ঘুরেও এসেছেন।
সোমবার (৩১ জুলাই) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। ছবিত✃ে দেখা যাচ্ছে, সিয়াম আহমেদ, সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, সায়েদ জামান শাওন, তৌসিফ মাহবুব, তামিম মৃধা, ফারহান আহমেদ জোভান, শাম্মা রুশাফি অবন্তীকে।
ছবির ক্যাপশনে তৌসিফ লিখে🅺ছেন, ‘সন্ধ্যা ৬টায় সাফা বলল, তোরা জানিস আজকে ফ্রেন্ডশিপ ডে ছিল? অতঃপর রাত ১২টার ১ মিনিট আগে♌!’
ছবিটি পোস্ট করার পর তাদের বন👍্ধুত্বের প্রশংসা করছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে মাহবুব আ𒀰হমেদ লিখেছেন, ‘বেঁচে থাকুক চিরকাল বন্ধুত্বের বন্ধন।’
শুভকামনা জানিয়ে মো. কামাল হোসাইন সোহাগ লিখেছেন, ‘বন্ধুত্বের সম্পর্কটা অতীব সুন্দর হয়! যদিꩲ নিজ নিজ স্থা൩ন থেকে সর্বোচ্চ সেকরিফাইজ করে। শুভকামনা।’
তাহসান আ🎃হমেদ শাকিল লিখেছেন, 🐎‘ভালোবাসা অবিরাম আপনাদের জন্য। আপনাদের বন্ধুত্ব যেন সারা জীবন এইভাবেই থাকে।’