‘ঢাকা আন্তর্জাতিক ফোকফেস্ট’ ষষ্ঠ আসর বসছে ২৩ জানুয়ারি। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় লোকগানের আসর বসে এই আয়োজনের মধ্যে দিয়ে। তবে করোনা মহামারির (🌠২০২০) পর থেকেই বন্ধ রয়েছে এটি। তাই এই আয়োজন ফের কবে শুরু হবে তা নিয়ে গানপ্রেমীদের আগ্রহ ছিল। এবার জানা গেল কবে শুরু হবে ফোক ফেস্ট।
আয়োজ🥃ক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের পক্ষ থেকে রোববার (২৭ অক্টোবর) জানানো হয় ফিরে আসছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। সান কমিউনিকেশনসের পক্ষে এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন বলেন, ‘পাঁচ বছর ধরে আগ্রহী শ্রোতা দর্শকের বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি। কেন ফোক ফে🍰স্ট হচ্ছে না, এ নিয়ে আগ্রহের শেষ ছিল না। অবশেষে তাদের উদ্দেশে বলতে চাই, আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামেই বসছে ফোক ফেস্টের ষষ্ঠ আসর।
তিনি আরো বলেন, আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আর্মি স্টেডিয়ামে অনুমতি পেয়েছি বলে এখন তারিখ ঘোষণা করছি। আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি আর্ম🌜ি স্টেডিয়ামে বসছে ফোকফেসౠ্টের ষষ্ঠ আসর।
টানা পাঁচবার রাজধানী𒅌র আর্মি স্টেডিয়ামে আয়োজন হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। ২০১৯ সাল পর্যন্ত চলছিল এ আয়োজন। তবে করোনা মহামারির (২০২০) পর থেকেই বন্ধ রয়েছেꦦ এটি। তিন দিনব্যাপী এ লোকসংগীত উৎসবে সুর-তালের মোহনায় ডুব দিতেন শ্রোতারা।