চার বছর আগে বিয়ের পিঁড়ি💃তে বসেছিলেন ছোট পর্দার বর্তমান সময়ের অভিনে🎐তা সৈয়দ জামান শাওন ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাদের।
২০২০ সালে বিয়ে করলেও ২০২৪ সালে প্রথমবার নিজেরদের বিবাহবার্ষিকী পালন করছেন টয়া ও শাওন। এখন প্রඣশ্ন হচ্ছে প্রথম বিবাহবার্ষিকী কীভাবে? এর কারণ ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন শাওন-টয়া জুটি। চার বছর পর ক্যালেন্ডারের পাতায় ফিরে এলো সেই দিনটি। দিনটিকে স্মরণীয় করে রাখতেই ২৯ ফেব্রুয়ারি বিয়ের জন্য বেছে নেন অভিনেত্রী। সে অনুযায়ী আজই টয়া-শাওনের প্রথম বিবাহবার্ষিকী।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছꦐেন টয়া। যেখানে নিজেদের বেশ কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘২৯ ফেব্রুয়ারি, ২০২৪। শুভ লিপ ইয়ার বিবাহবার্ষিকী সৈয়দ জামান শাওন। চলো আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে আমাদের ভালোব꧙াসার মুহূর্তগুলোর মধ্য দিয়ে উদযাপন করি।’
স্বামীকে উদ্দেশ্য করে টয়া আরো লেখেন, ‘প্রিয় স্বামী, তুমিই আমাদের পথ চলার হৃদস্পন্দন। সব সীমাবদ্ধতা ছাড়িয়ে তুমি আমার শক্তি, ভালবাসা এবং আনন্দের সকল উৎস। তোমার অটুট সমর্থন এবং অন্তহীন উদারতা আমার জীবনকে ⛦এমনভাবে💛 আলোকিত করে যা আমি কখনই ভাবিনি। আমাদের প্রতিটি মুহূর্তকে আলিঙ্গন করা, প্রতিটি স্মৃতি লালন করা, সীমাহীন ভালোবাসা এবং সুখে ভরা ভবিষ্যতের জন্য উন্মুখ। আবারও শুভ লিপ ইয়ার বার্ষিকী, আমার প্রিয় স্বামী। তোমাকে পাশে পেয়ে আমি চির কৃতজ্ঞ। আমি তোমাকে ভালোবাসি।’
উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে ভারতে একꦍটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালায় একসঙ্গে অংশ নেন শাওন ও টয়া। সেখানে তাদের বন্ধুত্ব। সেখান থেকে গড়ায় প্রেℱমে। একটা সময় বিয়ের সিদ্ধান্ত নেয় এই জুটি।