‘আগে দেশ, দেশের মানুষ, তারপর সিনেমা’... এমন মন্তব্য করেছেন জনপ্রিয়🍨 খলনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদ💮াগর। চলমান বন্যা পরিস্থিতির মধ্যে সিনেমার কাজ নিয়ে কথা বলতে গেলে তিনি এ মন্তব্য বলেন।
মিশা বলেন, ‘দেশে ভয়াবহ বন্যা, এই মুহূর্তে কাজের কথা বলতে ভালো লাগছে না। অনেকগুলো কাজের কথা হয়ে আছে। কিন্তু সিনেমা নয়, বরং দেশের কোনো কাজে নিজ🍸েকে লাগানো যায় কি না, সেটা ভাবছি। দেশ স্বাভাবিক হলে সিনেমার কাজে ফিরবো, নয়তো ফিরবো না। আগে দেশ, দেশের মানুষ, তারপর সিনেমা।’
যুক্তরাষ্ট্র থেকে মিশা সওদাগ✨র আরও বলেন, “আমি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে এসেছি। আশা করছি, সামনের মাসের শুরুতেই দেশে ফিরতে পারবো। শিল্পী সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ সাধ্য নিয়ে বন্যার্তཧদের পাশে দাঁড়াবো আমরা। সেরকম একটা ব্যবস্থা করছি। শিল্পী ও প্রযোজকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, আমাদের পাশে থাকবেন। আমাদের শিল্পীরা এরই মধ্যে নিজ উদ্যোগে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন। তাদের অনেকের সঙ্গে কথা হচ্ছে।”
মিশা সওদাগর দেশে না থাকলেও সর্বোচ্চ সাধ্য নিয়ে সমিতিকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। জানা গেছে, এরই মধ্যে ত্রাণ কার্যক্রম নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল ব্যক্তি উদ্যোগে ত্রাণ কার্যক্রম শুরু ক𒉰রেছেন।
তিন দশকের বেশি সময় ধরে বড় পর্দার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। এ পর্যন্ত প্রায় সাত শতাধিক সিনেমায় অভিনয় করে রীতিমতো রেকর্ড গড়েছে💫ন তিনি। এখনো প্রতিনিয়ত নিজের সঙ্গেই প্রত🌠িযোগিতা করে যাচ্ছেন ।
মিশা সওদাগর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত🌄 সিনেমা ‘তুফান’। সিন♕েমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।