• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘বাগদান’ সারবেন সুইফট-কেলস!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০১:২৪ পিএম
‘বাগদান’ সারবেন সুইফট-কেলস!
পপকুইন টেইলর সুইফট ও ক্রীড়াবিদ ট্র্যাভিস কেলস। ছবি: সংগৃহীত

হঠাৎ করেই গুঞ্জন রটে প্রেমে হাবুডুবু খাচ্ছেন পপকুইন টেইলর সুইফট ও ক্রীড়াবিদ ট্র্যাভিস কেলস। তবে দিনে দিনে সেই গুঞ্জনকেই সত্য প্রমাণ করেছেন এই জুটি। অবশেষে বাগদানের তারিখ জানা গেল হলিউডের আলোচিত♓ এই তারকা জুটির। খবর পেজ সিক্স-এর।

সামাজিক মাধ্যম টুইট🔯ারে এক পোস্টে হলিউড অভিনেত্রী হিলারি বার্টন এক ভবিষ্যদ্বাণীতে জানিয়েছেন, এবার বড়দিন তাদের জন্য সবচেয়ে উৎসবমুখর হতে যাচ্ছে। তারপর মে মাসে (আগামী বছর) দুজনের বাগদান সেরে ফেলবেন।

হিলারি আরও জানান, এর আগে𓆏꧅ প্রতিটি লোক সুইফটকে নিজের কাজ ছোট করে দেখতে বাধ্য করতেন।

এদিকে বার্টনের এই ভবিষ্যদ্বাণীর পর সুইফট ভক্তরাও বেশ নড়েচড়ে বসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্টনের মন্তব্যকে সঠিক বলেই মনে করছেন অনেকেই। প্রথমবারের মতো কোনো প্রেমিকের জন্য নিজের গানের লিরিকস বদলেছেন গায়িকা। কেউ বলছেন, ‘সুইফট-কেলস এখন নিজেদের সম্পর্কের🀅 বিষয়ে সিরিয়াস। আগামী বছর নতুন জীবনের জন্য শুভ কামনা।

এদিকে চলতি বছরের আগস্টে ব্রিটিশ অভিনেতা জো অ্যালনের সম্প꧑র্ক ভেঙেছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। এরপর হঠাৎ করেই ক্রীড়াবিদ ট্র্যাভিস কেলসের সঙ্গে নাম শোনা যায় এই বিশ্বখ্যাত পপকুইনের। এরই মাঝে একাধিকবার ট্র্যাভিস কেলসের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন সুইফট। পরে দুজনকে একসঙ্গেও দেখা গেছে।

Link copied!