বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা। যিনি সারাটা জীবন শুধু অভিনয়কে ভালোবেসে অভিনয়টাই করে গেছেন। তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন এদেশের সকল শ্রেণীর দর্শক। জনপ্রিয় এই অভিনেত্রী অসুস্থ থাকার কারণে গত ২ বছর বাসার বাইরে বেরജ হননি। এবার সু খবর দিলে তার মেয়ে মুক্তি। ফেসবুকে ক্ষুদে বার্তায় মুক্🎐তি জানালেন ‘প্রায় ২ বছর পর আম্মাকে নিয়ে বাসার বাইরে ইফতার করলাম, আলহামদুলিল্লাহ’
বেশকিছুদিন আগে স্ট্রোক করায় তার মেয়ে অভিনেত্রী মুক্তি ও তারই মেয়ে কারিমা’র সেবায় ডাক্তারদের যথাযথ চিকিৎসায় এখন মোটামুটি অনেকটাই সুস্♚থ। তিন বছর আগে আনোয়ারার স্বামী মারা যায়। যে কারণে পরিবারের পুরো দায়িত্ব এখন মুক্তি🅘র উপরই।
আনোয়ারা অভিনীত ‘ভাত দে’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘ প্রীত না জানে রীত’, ‘১৩ নং ফেকু ওস্তাদাগার লেন’,‘ কাগজের নৌকা’,‘ শহীদ তিতুমীর’,‘ বাঁশরী’,‘ দেবদাস’, ‘ সুন্দরী’,‘ এতিম’,‘ জন্ম থেকে জ¦লছি’,‘ দুই পয়সার আলতা’,‘ সবুজ সাথী’,‘ গোলাপ༺ী এখন ট্রেনে’,‘নসীব’,‘ শুভদা’, ‘নসীব’সহ এমন অসংখ্য জনপ্রিয়-দর্শক সমাদৃত সিনেমা রয়েছে ।
জনপ্র🀅িয় এই অভিনেত্রীর অভিনয়ের ইচ্ছে থাকꦅলেও অসুস্থতার কারণে অভিনয় করতে পারছেন না। ঘরে বসেই সময় কাঁটে তার।