২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সামপনী দিন আজ শুধু নির্দিষ্ট কয়েকটি ভেন্যুতে ছবি দেখানো হবে। সে তালি▨কা অনুযায়ী জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে থাকছে- দু🤪পুর ১টায় তুরস্কের ‘স্যাটার্ড’ ও ইরানের ‘তানগেহ’ ছবির প্রদর্শনী।
এরপর একই ভেন্যুতে বিকেল ৩টায় দেখানো হবে ফিলিপাইনসের ‘ড্রিম টাউন’, যুক্তরাজ্যের ‘ডামি’, ইট💙ালির ‘টু আলমা’, জাপানের ‘টেক টু মি’, গ্র🌜িসের ‘ইয়ামা’ এবং আইসল্যান্ডের ‘ফার’ ছবিগুলো।
বিকেল ৫টায় প্রদর্শিত হবে বু📖লগেরিয়🌄া ও কানাডার যৌথ প্রযোজনার ছবি ‘আনসিন কানেকশনস’।
সবশেষে সন্ধ্যা ৭ট🌟ায় থাকছে বাংলাদেশের ‘অন্তহীন পথে’, ‘মধুর মাধবী’💝, ‘আনএপপেক্টেড কল’, ‘পেপার’, ‘লায়লা’, ‘চেকমেট’, ‘এস্কেপ’, ‘দ্য পাথওয়ে’, ‘দ্য বয় ইন দ্য ট্রোন সুজ’ ও ‘ইকুয়ালিটি’।
পাশাপাশি শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যশালায় মিলনায়তনে আজ দুপুর ১টায় দেখানো হবে চিনের ‘ফ্রে🐷ড অ্যাওয়ে পাস্টরাল’
বিকেল ৩টায় ইরানের ‘সামপারসি’ এবং ৫টায় চিনের ‘মোজা꧒র্ট ফ্রম স্পেস’ ছবিগুলো। এর পাশাপাশি অন্যান্য ভেন্যুতে থা𝓡কছে সমাপনি আয়োজন ও বেশ কিছু ছবির প্রদর্শনী।