• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সেই শায়নায় মুগ্ধ এখনো দর্শক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৩:৫০ পিএম
সেই শায়নায় মুগ্ধ এখনো দর্শক
মডেল শায়না আমিন। ছবি: ফেসবুক থেকে

ফেসবুকে নতুন করে ঝড় তুললেছেন ২০১১ সালের সেই ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের গানের মডেল শায়না আমিন। এখন তাকে মডেলিং বা অভিনয়ে দেখা যায় না বললেই চলে। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করে বিদেশ পাড়ি জমান। তবে সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনায় মডেল ও অভিনেত্রী । তারই প্রমাণ মিলল বহু বছর পরেও। সম্প্রতি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে শায়না আমিনের বেশ কিছু ছবি। যা দেখে মুগ্ধ ꧙হয়েছেন দর্শক ও অনুরাগীরা।

বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে থাকছেন শায়না। সেখানেই একটি কফিশপে তোলা নিজের দুইটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তিনি। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। 
প্রায় ১০ বছর ধরে মিডিয়ার বাইরে থাকলেও শায়নার গ্লামারে যেন এতটুকুও ভাটা পড়েনি।⛄ বরং অনেকেই ২০১১ সালে  ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের সেই গানের মডেলের সঙ্গে বর্তমান শায়নার তুলনা টেনে বিভিন্ন মন্তব্য করছেন।

কেউ কেউ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরওের সঙ্গেও শায়নার তুলনা করছেন। তাদে♏র মতে, শায়না এখনো কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। কেউ কেউ বলেছেন, রূপ-গুন দিয়ে বাংলাদেশের বর্তমান সময়ের অভিনেত্রীদেরও পেছনে ফেলার ক্ষমতা রাখেন তিনি।

২০১১ সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় 🥀শায়নার। বিয়ের ৩ বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন এই অভিনেত্রী।

এরপর যুক্তরাজ্য প্রবাসী স্বামী মাসুদ রানাকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার এই তারকার। স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যেই🧸 থাকছেন তিনি। বর্তমানে দুই সন্তানের মা শায়না। মেয়ে আরশিয়া ও ছেলে ন♌ুমাইরকে নিয়ে লন্ডনে বসবাস অভিনেত্রীর। 

Link copied!