• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঈদ মাতাবে ববির ‘ময়ূরাক্ষী’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৪, ০২:১০ পিএম
ঈদ মাতাবে ববির ‘ময়ূরাক্ষী’
চিত্রনায়িকা ববি ও ছবির পোস্টার। ছবি: ফেসবুক থেকে

তার সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘নোলক’। এরপর কেটে গেছে প্রায় চার বছর, সিনেমা হলে দেখা নেই । এবার ফুরাতে যাচ্ছে ভক্তদের সেই প্রতীক্ষ🌳া। আসন্ন ঈদুল আজহায় মুক্তির তালিকায় যুক্ত হলো তার নতুন চলচ্চ🔥িত্র ‘ময়ূরাক্ষী’। বলছি আলোচিত চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কথা। ঈদ মাতাতে এবার আসছে তার অভিনীত সিনেমা।  নায়িকার বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ।  চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা রাশিদ পলাশ।  

রঙিন দুনিয়ার অন্তরালের গল্প নিয়ে নির্মিত এ♌ই সিনেমায় একজন রুপালি পর্দার ☂নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ববি। গত বছর সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি। কিন্তু নানা কারণে তা পিছিয়ে যায়। অবশেষে আসছে কোরবানির ঈদে এটি মুক্তি পাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে নির্মাতা রাশিদ পল💃াশ বলেন, ‘ময়ূরাক্ষী একটি ফুল প্যাকেজ সিনেমা। গত বছর সেন্সর ছা𝔉ড়পত্র পেয়েছি। সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আমাদের মনে হয়েছে, ঈদের মতো উৎসবে মুক্তি পাওয়ার মতো সিনেমা এটি। এ কারণে গত বছর মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছিলাম।’

ঈদে মুক্তি উপলক্ষে আজ শনিবার প্রকাশ পেয়েছে সিনেমাটির পোস্টার। যেখানে দেখা যায়, সবুজ গাছের মতো ববি-দ্বীপ! আলিঙ্গনের সুন্দর মুহূর্তে তাঁরা। পোস্টারে শোভা 𒅌পেয়েছে ব🅺িমানও!

এ সিনেমায় নয়নতারা চরিত্রে রয়েছেন ববি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন♔ অভিনেত্রীর জীবন বাইরে থেকে যতই আলো ঝলমলে হোক না কেন, পেছনে অনেক চড়াই-উতরাই থাকে। সেই ক্রাইসিসগুলো পর্দায় বাস্তবসম্মত করে তুলে ধরা কঠিন। ময়ূরাক্ষী সিনেমার নয়নতারা চরিত্রটি আমার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র। দর্শক নতুন এক ববিকে দেখতে পাবেন এই সিনেমায়।’

জানা গেছে, এরইমধ্যে প্রদর্শক সমিতি থেকে ঈদে মুক্তির অনুমতি নেওয়া হয়েছে। সাধারণত ঈদে সিনেমা মুক্তির তালিকাটা তুলনামূলক দীর্ঘ হয়। শোনা যাচ্ছে, ঈদুল আজহাতেও মুক্তি পেতে পারে দশের অধিক সিনেমা! হল সংকটের এই সময়ে ঈদে হল পাওয়া নিয়ে তাই🌜 তৈরি হয় শঙ্কা।

এ বিষয়ে জানতে চাইলে নির্মাতা বললেন, ‘ঈদের সময়ে সিনেমা নিয়ে দর্শকেরಞ বাড়তি আগ্রহ থাকে। হলগুলোতে উল্লেখযোগ্য দর্শক দেখা যায়। আমরাও এই উৎসবে শামিল হতে চাই। আর মেরিট থাকলে কোনো সিনেমাকে কেউ আটকাতে পারবে না। ময়ূরাক্ষী নিয়ে আমার সেই বিশ্বাস আছে।’

প্রসঙ্গত, করোনা মহামারির পর ময়ূরাক্ষী দিয়েই ক্যামেরা☂র সামনে দাঁড়িয়েছিলেন ববি। সিনেমাটি নিয়ে তখন বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল। শোনা যাচ্ছিল, ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এটি। পরে নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি মূলত প্রেমের গল্প। তবে গল্পের প্রয়োজনে বিমান ছিনতাইয়ের ঘটনাও দেখা যাবে।

রাশিদ পলাশের ভাষ্য, ‘ময়ূরাক্ষী একটি প্ওဣরেমের সিনেমা। প্রতারণার গল্পও থাকবে। তাই সিনেমার ট্যাগ লাইন দেওয়া হয়েছে বেইমান পাখির গল্প।’

এ ছাড়া সম্প্রতি প্রকাশ্যে এসেছে⛎ সিনেমাটির আইটেম গানের টিজার। যেখানে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন নবাগত চিত্রনায়িকা আলিশা প্রধান।

Link copied!