ঈদে সিনেমা মুক্তির তালিকায় ছিল ‘অন্তর্জাল’। বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা এটি। দীপংকর দীপনের পরিচাꦅলনায় দুই বছরের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। তবে আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে না ছবিটি।
‘অন্তর্জাল’ সিনেমাটির টিজার ও একটি গান 🙈প্রকাশিত হওয়ার পরও ঈদে মুক্তি থেকে পিছিয়ে গেছে সিনেমাটি। সিনেমা-সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, কিছু কাজ বাকি থাকায় আসন্ন ঈদে সিনেমাটি মুক্তি পাচ্ছে না।
তিন ত🅺রুণের বুদ্ধিভিত𒐪্তিক উদ্ভাবন আর সাইবার দুনিয়ার হামলা নিয়ে এক কল্পিত দুনিয়ার বাস্তব লড়াই দেখা যাবে এই সিনেমায়।
সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিয়♊াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার ও রওনক হাসানসহ আরও অনেকে।
‘অন্তর্জাল’ চলচ্চি🃏ত্রের গল্প লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পꦅরিচালক নিজেই।