বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ড্রিম গার্ল’ সিনেমাতে ‘পূজা’রূপী আয়ুষ্মান খুরানা নারী-পুরুষ সবার হৃꦦদয়ে জায়গা করে নিয়েছিলেন। এবার তিনি এলেন ‘পূজা’র বেশে। ২৫ আগস্ট ভারতের আড়াই হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আয়ুষ্মান অভিনীত নতুন সিনেমা ‘ড্রিম গার্ল ২’। যা রীতিমতো বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে।
বলি মুভি রিভিউজের সূত্র মতে মুক্তির প্রথম দিনে ‘ড্রিম গার্ল টু’ ১০.৬৯ কোটি রুপি আয় করা সিনেমাটি মুক্তির ১২তম দ⛎িনে এসেও বিশ্বব্যাপী আয় করেছে ৩ কোটি রুপি। বিশ্বব্যাপী যার আয় দাঁড়িয়েছে ১১৪.১১ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ১৫০ কোটি ৯৭ 🎐লাখ টাকার বেশি।
‘ড্রিম গার্ল টু’ সিনেমায় আয়ুষ্মা🃏ন খুরানার বিপরীতে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। তা ছাড়াও রয়েছেন আসরানি, পরেশ রাওয়াল, আন্নু কাপুর, অভিষেক ব্যানার্জি, মনজোত সিং, রাজপাল যাদব, বিজয় রাজ, সীমা পাহওয়া প্রমুখ। ৬৫ কোটি ൲রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন একতা কাপুর।
এর আগে ‘ড্রিম গার্ল ২’ সিনেমায় বড় চ্যালেঞ্জের কথা উল্লেখ করে আয়ুষ্মান খুরানা বলেন, “আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অনন্যা পাণ্ডে। ছবির দৃশ্য ধারণের সময় বলেছিলাম, আমার প্রতিদ্বন্দ🍷্বী অনন্যা। ছবিতে রূপসজ্জার মাধ্যমে আমাকে তার মতো সুন্দরী করে দেওয়ার কথা বলেছিলাম। এক দিন ছবির সেটে আমার স্ত্রী আর সন্তানরা এসেছিল। তারা আমাকে দেখে অবাক। তখন আমি বুঝতে পেরেছি, আমার অভিনীত চরিত্রটি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য হবে। এই ছবিতে নায়ক আর নায়িকা দুই ভূমিকায় অভিনয় করেছি। অনেক পরিশ্রম করেছি।”
শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “মথুরাতে ৪৫ ডিগ্রি গরমে এই ছবির শুটিং হয়েছিল। বুঝতেই পারছেন, একে তো প্রচণ্ড গরম; তার ওপর মাথায় পরচুলাꦍ, ভারী অলংকার আ💧র জমকালো পোশাক। সব মিলিয়ে আমার নাজেহাল অবস্থা। পর্দায় মেয়ে হওয়া অতটা সহজ কাজ ছিল না। আমাকে একটু ওজন কমাতে হয়েছিল। শুধু সাজপোশাক নয়, মেয়েদের পারফিউমও ব্যবহার করতাম। আমি যাতে নিজেকে অন্তর থেকে মেয়ে বলে অনুভব করতে পারি।”