বিয়ের পর আর অভিনয় করবেন না বলে জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি।🀅 সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানান তিনি।
পূজা চেরি বলেন, ‘‘আমি বিয়ের ব্যাপারে নিজে কোনো সিদ্ধান্ত নেব না। আমার ব♊াবা-মা যেহেতু আমার অভিভাবক, সুতরাং বিয়ের বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন।’’
বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, “আমি বিয়ের ব্যাপারে নিজে কোনো সিদ্ধান্ত নেব না। আমার বাবা-মা যেহেতু আমার অ🌃ভিভাবক, সু⛦তরাং বিয়ের বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন।”
তবে বিয়ের জন্য মিডিয়ার কাউকে পছন্দ না পূজার। তিনি চান মিডিয়ার বাইর🦹েই কাউকে বিয়ে করতে। অভিনেত্রী বলেন, “আমি সব সময় বলেছি, মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করব না। আমি চাই যাকে বিয়ে করব, সে যেন আমাকে ভালোবাসে।”
সবশেষ পূজা বলেন, “বিয়ের আগ পর্যন্ত চুটিয়ে কাজ করতে চাই। কারণ, এখনই আমি বিয়ে করব൲ না। যখন বিয়ে করার সম🅰য় হবে, তখন বিয়ে করে সিনেমাকে বিদায় জানাব।”