• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাথরুম থেকে সাবান চুরি করতেও ছাড়েন না সারা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০১:৩৫ পিএম
বাথরুম থেকে সাবান চুরি করতেও ছাড়েন না সারা!
সারা আলী খান। ছবি: সংগৃহীত

বলিউড স্টার সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। ইন্ডাস্ট্✱রিতে পা দিয়েই নিজেকে পরিচয় করিয়ে দ𒅌েন ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে। তাক লাগানো অভিনয়, নজরকাড়া হাসি, আর মিষ্টি ব্যবহারে রাতারাতি হয়ে উঠেছিলেন ‘টক অব দ্য টাউন’। এছাড়া অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে তার রসায়নের জোর চর্চা হয় সেই সময়।

শোবিজে পা রাখার আগে অনেকটা স্থূল ছিলেন সারা। প্রায় ৯২ ক💟েজি ওজন ছিল সারা আলী খানের। সেখান থেকে বর্তমানে ৫২ কেজিতে এসে দাঁড়িয়েছেন এই হালের ক্রেজ। ওজন কমানোর জন্য ভালোলাগার খাবার খাওয়া বন্ধ করতে হয়েছে তাকে। নিয়মিত চালিয়ে যেতে হয়েছে শরীরচর্চাও। এত শৃঙ্খলিত যিনি তিনিই নাকি বাথরুম থেকে ‘বাথ রোল’ বা সাবান চুরি করতেও ছাড়েন না।

একজন মানুষের সবচেয়ে গোপন কথা জানে তার প্রিয় বন্ধু। সারা সম্পর্কে এই গোপন তথ্য গণমাধ্যমে এনেছেন তারই বন্ধু ওরহ🌃ান অবত্রমানি ওরি।

তিনি জানিয়েছেন,  ‘এক বার বিদেশে সারার সঙ্গে ঘুর🔯তে গিয়েছিলেন। সেখানে গিয়ে ওরির শেষ গার্লিক নান চুরি করে খেয়ে নেন সꦐারা। বিদেশ থেকে দেশে ফেরার সময় বাথরুম থেকে বাথ রোলসহ আরও অনেক কিছু চুরি করে নিয়ে এসেছিল সারা।’

 প্রসাধনীর প্রতি বিশেষ দুর্বলতা আছে সারার। তার প্রমাণ তার কথ🅺াতেও মেলে। কপিল শর্মার শোতে এসে সারা জানিয়েছিলেন,  কোনো টাকা পয়সা খরচ না করেই প্রসাধনী পেতে ভালো লাগে তার। 

Link copied!