ছোট পর্দার জনপ্রিয় নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহর মা আর বেꩵঁচে নেই। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টা রাজধানীর কাজী পাড়ার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবরটি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন বান্নাহ নিজেই ।
দীর্ঘদিন ধ💜রে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন মাবরুর রশীদের মা। চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয়েছে তাকে। এদিকে সামাজিকমাধ্যমে মায়ের জন্য দোয়া চেয়েছেন নির্মাতা বান্নাহ। তার মায়ের মরদেহ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে দাফন করা হবে। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমার মায়ের জন্য দোয়া চাই, গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে আম্মুকে কবরে শুইয়ে দিব।’
সপ্তম শ্রেণিতে পড়ার সময় মাবরুর রশিদ বান্নাহকে তার মামা একটি ক্যামেরা উপহার দেন। সেই ক্যামেরা দিয়ে তিনি ব꧋িভিন্ন ধরনের ছবি তুলতেন এবং এতে পুরোপুরি পারদর্শী হয়ে যান। এইরকম ছবি তোলার সুবাধে তিনি একসময় ইত্তেফাক পত্রিকায় চাকরি পান। এরপর ২০০৮ সালে সহকারী পরিচালক হিসেবে ইফতেখার আহম্মেদের সঙ্গে কাজ করেন। এই কাজটির মাধ্যমেই তিনি পরিচালনার জগতে প্রবেশ করেন।
২০১১ সালের ডিসেম্বর মাসে প্রথম নিজের একক নাটক পরিচালনা করেন মাবরুর রশিদ বান্নাহ। তার তৈরি করা প্রথম নাটকটির নাম ছিল ‘ফ্লাশব্যাক’। এই নাটকটির প্রযোজক ছিলেন তার বাবা। যা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তারপর থেকে এ♓কের পর এক অনেক জনপ্রিয় নাটক তৈরি করে যাচ্ছেন। তার পরিচালনায় জনপ্রিয় নাটকের মধ্যে ‘ছোট্ট পাখির বাসা’, ‘সি ফর কোচিং’,‘বেয়াদব’ ও ‘নেভার সিরিয়াস’ উল্লেখযোগ্য।