• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঈদে আসছে না ‘রঙ্গনা’, ক্ষমা চেয়ে কারণ জানালেন পরিচালক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ০১:২২ পিএম
ঈদে আসছে না ‘রঙ্গনা’, ক্ষমা চেয়ে কারণ জানালেন পরিচালক
পরিচালক আরাফাত ও অভিনেত্রী শাবনূর ছবি: পরিচালকের সৌজন্যে

শুটিং শুরুর আগে শোনা গিয়েছিল শাবনূর অভিনীত ‘রঙ্গনা’ ছবিটি ঈদে মুক্তি দিতে চান পরিচালক। কিন্তু শুটিং শেষ না হওয়ার কারণে আপাতত 🔜তা সম্ভব হচ্ছে না। এই বিষয়ে পরিচালক আরাফাত হোসাইন বলেন, ‘আমাদের শুটিং বাকি আছে, তাই ঈদে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।’

আরাফাত ফেসবুক পোস্টে শাবনূরের সঙ্গে দুটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে! ব𝔍িশেষ কিছু কারণে “রঙ্গনা” ঈদে রিলিজ দিতে পারছি না। সুপারস্টার শাবনূরকে যেহেতু ১০ বছর পর সিনেমাপাড়ায় আবার এনেছি, বুঝতেই পারছেন, দায়িত্বটা অনেক বড়! আমরা চাই সুন্দর একটা সিনেমা বানাতে, আমরা চাই আপনাদের মন জয় করতে। 

আমার প্রযোজনা প্রতিষ্ঠান “এম এস মুভিজ”–এর একটাই কথা, “রঙ্গনা”–তে যেন কোনো অপূর্ণতা না থাকে। আমিও তা–ই মনে করি। তাই তো তাড়াহুড়া করে ঈদে রিলিজ করাটাই সার্থকতা নয়; 🃏বরং গুছিয়ে সুন্দর একটা সিনেমা উপস্থাপন ไকরাই সার্থকতা।’

আরাফাত আরও বলেন,  ‘রঙ্গনা’ ছবির শুটিং অর্ধেকের বেশি শেষ হয়েছে। দীর্ঘ বিরতির পর এই ছবি দিয়ে শাবনূর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এর মধ্যে তিন দফায় ছবিটির শুটিং করেছেন তিনি। গত মাসে ছবির শুটিং শেষ করে আবার সিডনিতে গেছেন শাবনূর। এর মধ্যে কে বা কারা গুজব রটিয়েছে, শাবনূর সম্মানীর কারণে নতুন করে শিডিউলဣ দিচ্ছেন না। বিষয়টি নিয়ে বিরক্ত পরিচালক বললেন, ‘এটা পুরোপুরি অবান্তর♏ কথা। আমরা শুটিংয়ের পরিকল্পনা যেভাবে করেছি, সেভাবেই হবে। সামনে শাবনূর আপা দেশে আসবেন, তারপর আমরা শুটিং শুরু করব।’

আরাফাত হোসাইন সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সহযোগিতা ও ভালোবাসার কথা না বললেই নয়। সব সময় এভাবেই “রঙ্গনা” টিম তথা চলচ্চিত্রের পাশে চাই আপনাদের। যে কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম, আমিও কিন্তু একজন শাবনূর–ভক্ত। সুতরাং শাবনূর–ভক্তদের কথা চিন্তা করেই কিন্তু “রঙ্গনা” নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম। হতাশ হওয়ার কিছুই নেই, “রঙ্গনা” আপনাদের কখনোই হতাশ করবে না! বরাবরের মতোই বিপক্ষ দল থেমে নেই, “রঙ্গনা” নিয়ে আজেবাজে মন্তব্য ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সবার কাছে একটাই অনুরোধ, গুজবে কান দেবেন না।’
 

Link copied!