ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কুরবানি দেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তবে এবার কুরবানির🐭 সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছেন। বিএফডিসিতে আনন্দময় পরিবেশের নিশ্চয়তা পেলে তবেই সেখানে কুরবানি দেবেন বলে জানিয়েছেন এ নায়িকা।
অভিনেত্রী পরীমণি বলেন, আমি এবার কুরবানি দিতে চাই। এ জন্য বিএফডিসির কেউ যদি সেখানে আনন্দময় পরিবেশে সবাইকে নিয়ে কুরবানির নিশ্চয়তা দিতে পারে, তবেই সেখানে কুরবা🌟নি দেবো।
এ অভিনেত্রীর মন্তব্য দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের। এ ব্যাপারে তিনি জানান, পরীমনির শর্ত মেনে নিলাম। বিএফডিসিতে কুরবানি দেয়ার জন্য সব ধরনের সহযো🔴গিতা তাকে করা হবে। আনন্দময় পরিবেশ থাকবে বিএফডিসিতে।
ডিপজল বলেন, আমরা সবাই একসঙ্গে ঈদ ও কুরবানির আনন্দ ভাগাভাগি করবো। বিএফডিসিতে কুরবানি দেয়ার জন্য কেন বাধা দেয়া হবে? আগে বাধা দেয়ার ব্যাপারে জানা নেই আমার। আমরা একসঙ্গে কুরবানি দেবো, সবাই আ✃নন্দ-ভাগাভাগি করবো। কুরবানি শেষ হলে ময়লা-আবর্জনা ধুয়ে পরিষ্কার করা হবে ‘
অভিনেতা বলেন, “পরীমনিকে আমরা সব ধরনের সহায়তা করবো। তার পাশে রয়েছি আমরা। সুন্দর পরিবেশের নিশ্চয়তা দিচ্ছি তাকে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। বিএফডিসিতে এবার উৎসবমুখর পরিবেশে কুরবানি দেয়া হবে।”
২০১৬ সালে বিএফডিসিতে প্রথমবারের মতো কুরবানি দেন চিত্রনায়িকা পরীমণি। পরবর্তী পাঁচ বছর সেই ধারাবাহিকতা বজায় রেখে কুরবানি দিয়েছেন। সবশেষ ২০২১ সালে ৬টি গরু কুরবানি দেন তিনি। ওই বছ𒅌র বিএফডিসির ভেতরে কুরবানি দেয়ায় নিষেধাজ্ঞা থাকার কারণে বাইরে কুরবানি দিয়েছিলেন এ অভিনেত্রী।
বর্তমানে পরীমনি ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করছেন। কিঙ্কর আহসানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অ﷽বলম্বনে নির্মিতব্য সাত পর্বের সিরিজটি পরিচালনা করছেন অনম বিশ্বাস।