ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ বেশিরভাগ দর্শক ও সমালোচক। শুধু দেশেই নয়, তার অভিনয় নিয়ে আলোচনা হচ্ছে বলিউডেও। তবে, এত সাফল্যের ভেতরও অভিনয়শিল্পীরাও দুঃখ-কষ্টের মধ্য দিয়েღ যান, এমনটা জানালেন চঞ্চল চৌধুরী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ও অভিনীত ‘সামথিং লাইক অ্যান অটোবা🉐য়োগ্রাফি’ ওয়েব সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে গণমাধ্যমে কথা বলেন চঞ্চল। তিনি বলেন, “আমাদের জীবনেও অনেক কষ্ট, বেদনা ও দুঃসময় যায়। যেটা নিজেরা নিজেরা হজম করি, হজম করে আপনাদের সᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚামনে হাসিমুখে বিনোদন বিলিয়ে বেড়াই।”
চঞ্চল চৌধুরী বলেন, “অনেক সময় আমাদের জীবনের অনেক মুহূর্ত দর্শকদের প্রভাবিত🐼 করে। ভালো কিছু চিন্তা করার সুযোগ দেয়। সবকিছু মিলিয়ে আমি মনে করি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ দর্শক🉐দের কাছে ভালো লাগবে।”
চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’-প্রজেক্টে জনপ্রিয় ১২ নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম নির্মাণ করছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজে ‘অটোবায়োগ্রাফি’🐼 ও ‘মনোগামী’ নামে দুইটি সিনেমা নির্মাণ করছেন। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োꦓগ্রাফি’তে অভিনয়ের মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর। তার সঙ্গে জুটি বেঁধেছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
‘অটোবা𝄹য়োগ্রাফি’তে ফারুকী ও তিশা ছাড়াও অভিন♛য় করেছেন ডিপজল, ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে।