বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলার বিতর্ক যেন পিছু ছাড়ে না। রহস্যময় পোস্ট, কখনও ক্রিকেট তারকাদের সঙ্গে নাম জড়িয়ে বা আইটেম গানে মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করে প্রায়ই শিরোনামে চলে আসেন এ অভিনেত্রী। এবা𝓰র ১৯০ কোটি টাকার বিলাসবহুল বাড়ি কেনার খবরে আবারও আলোচনায় আসেন উর্বশী।
গণমাধ্যমসূত্রে জানা যায়, মুম্বাইয়ে জুহু এলাকায় প্রয়াত পরিচালক যশ চোপড়ার বাড়ির ঠিক পাশের বাড়িটিই কিনেছেন উর্বশী। তার বাড়ির সামনেই রয়েছে সুসজ্জিত বিশাল বাগান। একটি ব্যক্তিগত জিমও রয়েছে বাড়ির ভেতরে। সঙ্গে বিশাল উঠান। তবে খবরটি মিথ্যা দাবি করেছে ভারতীয় গণমাধ্যম হিন্🌟দুস্থান টাইমস।
হিন্দুস্থান টাইমস জানায়, উর্বশী রাউতেলার ১৯০ কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাড়ি কেনার খবরে মুখ খুলেছে👍ন উর্বশীরꦿ মা মীরা রাউতেলা। এক ইনস্টাগ্রামে পোস্টে বিষয়টি গুজব বলে নিশ্চিত করেন তিনি।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে লালগালিচায় হাঁটতে দেখা গিয়েছে উর্বশীকে। ২০১৩ সালে ‘সিংহ সাব দ্য গ্রেট’ ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন উর্বশী।এরপর একাধিক বলিউড ছবিতে দেখা গিয়েছে এ🃏ই অভিনেত্রীকে। ২০২২ সালে ‘দ্য লেজেন্ড’ নামের এক তামিল ছবিতেও ক🌼াজ করেছেন উর্বশী।