• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘ধুম’ সিনেমার নির্মাতা মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৩:০১ পিএম
‘ধুম’ সিনেমার নির্মাতা মারা গেছেন
নির্মাতা সঞ্জয় গাধভী। ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে বলিউডের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় গাধভী মারা গেছেন। নির্মাতা ও প♔্রযোজক বনি কাপুর ‘ধুম’ খ্যাত এই নির্মাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (১৯ নভেম্বর) সকালে প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে গিয়েছিলেন সঞ্জয়। হাঁটতে গিয়ে হঠাৎ ঘামতে শুরু করেন তিনি। এরপর শরীর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে মুম্বাইয়ের ককিলাবেন হাসপাতালে নেওয়꧑া হয়। সেখানেই মৃত্যু হয় ৫৭ বছর বয়সী এই নির্মাতা।

বলিউডের অনও্যতম সেরা সিনেমা ‘ধুম’ দিয়েই আলাচনায় আসেন নির্মাতা সঞ্জয় গাধভী। এই ফ্রাঞ্চাইজে জায়গা করে নিয়েছিলেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই, হৃত্বিক রোশꦓনসহ অনেক তারকা।

এরপর ‘কিডন্যাপ’, 🥀‘আজব গজব লাভ’-এর মতো সিনেমা তৈরিꩲ করেছেন সঞ্জয়। পরিচালকের শেষ সিনেমা ‘অপারেশন পরিন্দে’।

সংবাদমাধ্যমটি আরও জানায়, গুজরাটি পরিবারের জন্ম হলেও সঞ্জꦏয়ের বেড়ে ওঠা মুম্বইয়ে। ২০০০ সালে অর্জুন রামপাল ও রবিনা ট্যান্ডনকে নিয়ে ‘তেরে লিয়ে’ সিনেমা তৈরি করেছিলেন তিনি। কিন্তু অর্থের অভাবে সেই সিনেমা মুক্তি পায়নি। এদিকে নি✱র্মাতার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না সিনেপাড়া। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। 

Link copied!