নির্মা🥃তা আরাফাত হোসাইনের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে নতুন ছবি ‘রঙ্গনা’। ছবির নাম ভুমিকায় অভিনয় করতে 🍨যাচ্ছেন নন্দিত অভিনেত্রী শাবনূর।
শুক্রবার 🍎(৫ জানুয়ারি) প্রকাশ করলেন সেই ছবির ফার্স্ট লুক পোস্টার। এতে তিন আবহে দেখা মিলেছে জনপ্রিয় এই নায়িকাকে। যার মধ্যে নজর কেড়েছে হিজাবে ঢাকা শাবনূরের মুখ। যেমন লুকে ছবিত🗹ে আগে কখনও দেখা যায়নি তাকে।
অন্য দুটি লুকের মধ্যে পিস্তল আর ফুল হাতেও দেখা মিলছে নায়িকাকে। তবে কি এই সিনেমায় তিনটি চরিত্রে হাজির হচ্ছেন শাবনূর? উত্তর না দিয়ে রহস্য জিইয়ে রাখতে চাচ্ছেন নির্মাতা আরাফাত হোসাইন।
শুধু বললেন, দশের, দেশের এবং সবার হৃদয়ে রক্ত ক্ষরণের গল্প 🌟বলবে ‘রঙ্গনা’।
অনেক আগেই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেত্রী শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ের প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শ🍬েষের দিকে শুরু হবে এ🐭র নির্মাণ কাজ। আসছে ঈদে ছবিটি মুক্তি পাবে।
এই ছবির মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে এবং প্রেক্ষাগৃহে আসছেন শাবনূর।
‘র🦂ঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো ꦉলিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল।
ছবির কাহিনি লিখেছেন নির্মাত🐻া ন🌠িজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।
নব্বইয়ের দাপুটে নায়িকা শাবনূর এক দশক ধরে অস্ট্রেলিয়ায় থাকেন। শাবনূর দু’বছর আগে বলেছিলেন, পছন্দসই চিত্রনাট্যের আশায় বসে আছেন তিনি। নায়িকার সেই অপেক্ষা ফুরিয়েছে। পছন্দসই চিত্রনাট্য হাতে পেয়েছেন।
‘রঙ্গনা’ নামের নতুন সিনেমা করতে অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি দেশে ফিরেছেন এবং কাজটি করার ঘোষণাও দিয়েছেন।
মাত্র ১৪ বছর বয়সে চলচ্চিত্রে নাম লেখান শাবনূর। দেড় যুগ চলচ্চিত্রে একটানা অভিনয় করেছেন। এরপর অনিয়মিত। তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র পাগল মানুষ।