আবারও ভাই হত্যার বিচারের দাবি জান👍ালেন জনপ্রিয় চিত্রনায়িকা শাহনূর। তার খালাতো ভাই ছুরিকাঘাতে খুন হয়েছিলেন ২০২২ সালে। ওই সময় থেকেই ভাই হত্যার বিচারের দাবি তুলে আসছেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া ফেসবুকে কথাও বলেছেন।
রোববার (৩১ মার্চ) বিকেল চারটায় ফেসবুকে ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে এ দাবি জানান চিত্রনায়িকা শাহনূর। এ সময় তিনি অভিযোগ করেন―তার ভাইয়ের খཧুনিরা নাকি প্রকাশ্যে এখনো ঘুরে বেড়াচ্ছে।
এ নায়িকা হতাশ হয়ে ফেসবুকে লিখেছেন, ‘আমার আপন খালাতো ভাই আলিফ হত্যার সঠিক বিচার আমরা পাইনি। বাংলাদেশ পুলিশ বাহিনী এবং শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা কেউই সহযোগিতা করতে পারেননি। আসামিরা দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা ধরা-ছোঁয়ার বাইরেই আছে। এটা আমাদের সমাজের এবং জাতির কাছ𒈔ে লজ্♕জাজনক ব্যাপার।’
প্রসঙ্গত, বর্তমানে এ নায়িকা চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদকে✱র দায়িত্ব পালন করছেন। আগামী ১৯ এপ্রিল দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে সংগঠনটির। খলঅভিনেতা মিশা-ডি🍰পজলের প্যানেল থেকে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন চিত্রনায়িকা শাহনূর।