• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মনামীর পিঠ জুড়ে নকশিকাঁথার গল্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৮:২৭ পিএম
মনামীর পিঠ জুড়ে নকশিকাঁথার গল্প
মনামী ঘোষ। ছবিঃ ফেসবুক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মಌনামী ঘোষ। অনেকেই তাকে মজা করে বাংলার উরফি জাভেদ বলেন। শুধু অভিনয় নয়, নাচেও দর্শকের মন কেড়েছেন। তবে মাঝে মধ্যেই ইউনিক সাজ🍌-পোশাকের জন্যও আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার আবারও ভিন্নধর্মী পোশাকে নজর কাড়লেন মনামী।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ মার্চ ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে এ♛কটি সাদার ওপর লাল সুতোর নকশি কাঁথা ডিজাইনের স্লিভলেস গাউন পরেছিলেন মনামী ঘোষ। তবে গাউনের পিঠে নেট দেওয়া ছিল। আর সেখানেই লেখা ছিল বাংলার বিখ্যাত নকশি কাঁথা স্টিচের একটি পদ্য। সেই ছবিগুলো আবার এই অভিনেত্রী তার ফেসবুক ওয়ওালেও পোস্ট করেছেন।

মনামীর পিঠে লেখা ছিল— অস্ফুট সেই না বℱলা কথা / মনের আবেগের হারানো ব্যথা/ আঁকে আর লিখে শোক গাঁথা / কত স্বপ্ন দিয়ে বোনে, নকশি কাঁথা।

এর সঙ্গে তিনি হাতে একটি বটুয়া ব্যাগ নিয়েছিলেন। আর চুলটাকে লাল ফিতে দিয়ে পুরোনো দিনের 🌞স্কুল গার্লের মতো বেঁধে রেখেছিলেন।

Link copied!