ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। বুধবার (৯ꦆ আগস্ট) রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্য✨মে নিজেই নিশ্চিত করেছেন ডিপজল।
এক ফেসবুক পোস্টে ডিপজল লেখেন, “আসসালামু আলাইকুম চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি, দেশবাসীর কাছে দোয়াপ্রার🦂্থী।” এর আগে ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চোখের অপারেশন হয় ডিপজলের।
কয়েক বছর আগে অসুস্থ হয়🌺ে পড়লে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডিপজল। সুস্থ হয়ে দেশে ফেরার পর থেকে এই হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এই অভিনেতা।
‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে ডিপজলকে সবশেষ দেখা গেছে। তার বিপরীতে অভ🌸িনয় করেছেন নবাগত চিত্রনায়িকা মৌ খান। এছাড়া, মুক্তির অপেক্ষায় রয়েছে ডিপজল অভিনীত বেশ কিছু সিনেমা।