অভিনেত্রী ও সাবেক শিল্পী সমিতির সেক্রেটারি নিপুণের পার্লারে কী হয়, প্রশ্ন তুলেছেন জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে প্রশ্ন ছুড়ে দেন নিপুণের দিকে।ডিপজল বলেন, “নিপুণের মূল ব্যবসা কী? আমি সিনেমা করছি, এটা কি আমার মূল ব্যবসা? ন🏅া, আমার মূল ব্যবসা এটা না।”
এ খল-নায়ক বলেন, “শুনলাম, তিনি (নিপুণ) পার্লার দিয়েছেন। সেটি কী পার্লার? সেখা🌺নে গিয়ে আপন𓂃ারা দেখেন, তা কেমন পার্লার। আর সেখানে কী হয়?”
অভিনেত্রী নিপুণ আগে থেকেই চলচ্চিত্রের বাইরে পার্লারের ব্যবসা পরিচালনা করছেন। এ নিয়ে অভিনেতা ডিপজল প্রশ্ন তুলতেই বিষয়টি হয়তো নজর কেড়েছে নায়িকার। 🐬তাইতো তা🔯র সন্দেহ দূর করলেন নিপুণ।
বৃহস্পতিবার (৬🦋 জুꦑন) দুপুর দেড়টার দিকে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি লাইভ ভিডিও শেয়ার করেন চিত্রনায়িকা নিপুণ। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আইব্রো ও ওমব্রে।’ আর ভিডিওতে সেবা নিতে আসা গ্রাহকদের এসব করে দিতে দেখা গেছে পার্লার কর্মীদের।
এদিকে নায়িকার ভিডিওটিতে মন্তব🎉্যের কোনো সুযোগ নেই। তবে নেটিজেনদের ধারণা, ডিপজলের প্রশ্নের জবাব দেয়ার জন্যই ফেসবুক লাইভে এসে পার্লারের কার্যক্রম তুলে ধরেছেন নিপুণ।