• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কন্যাকে নিয়ে ঘরে ফিরলেন দীপিকা-রণবীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৫:৪৪ পিএম
কন্যাকে নিয়ে ঘরে ফিরলেন দীপিকা-রণবীর
রণবীর দীপিকা। ছবি: সংগৃহীত

বলিউডের তারকা দম্পতি  দীপিকা-রণবীরের কোꦫলে এল ফুটফুটে এক কন্যা সন্তান। এটা তাদের প্রথম সন্তান। রোববার (৮ সেপ্টেম্বর) দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে সন্তানের জন্মদেন দীপিকা পাড়ুকোন। এক সপ্তাহ ধরে হাসপাতালে। ♑এবার কন্যাকে নিয়ে ঘরে ফেরার পালা।

রবিবার (১ে৫ সেপ্টেম্বর) সকাল সকাল হাসপাতালে পৌঁছে যায় রণবীর এবং দীপিকার পরিবার। হাসপাতালের সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সেরে কন্যাকে নিয়ে কড়া নিরাপত্তার মধ্যꦬে বাড়ির উদ্দেশে রওনা দেন দম্পতি।

সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে। সেগুলোতে মুম্বাইয়ের রাস্তায় অ♔ভিন▨েত্রীর গাড়ি দেখতে পাওয়া গেছে।

ছবি তোলার ক্ষেত্রে সাংবাদি🦩কদের কড়াকড়িভাবে নিষেধ করে দেওয়া হয়েছে।

আপাতত কাজ থেকেও⛎ বিরতি নিয়েছেন দীপিকা। তবে, তিনি একা নন, পিতৃত্বকালীন ছুটিতে 💛রয়েছেন রণবীরও।

রণবীর দীপিকার প্রথম দেখা হয়েছিল বানসালির রোমান্টিক ড্রামা ‘রামলীলা’র সেটে এবং পরে ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবত’ ছবিতেও অভিনয় করেছিলেন একসঙ্গে। দীর্ঘ ছয় বಞছর প্রেম করার পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির ল﷽েক কোমোতে গাঁটছড়া বাঁধেন রণবীর-দীপিকা।

সূত্র: হিন্দুস্তান টাইমস  ফ্রি প্রেস জার্নাল

Link copied!