জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বাসায় গিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিꦫক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার (৯ মার্চ) বিকেলে ডিপজল ফেসবুকে ক্ষুদে বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ডিপজল তিনটি ছবি পোস্ট করে ক্যাপশ🐎নে লিখেন- আজ বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেন ডিবি প্রধান হারুন ভাই।
তবে জনপ্রিয় এই অভিনেতা যাই বলুক, 🦋সামনে শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে ডিবি প্রধানের সৌজন্যে সাক্ষাত নিয়ে ভক্তরা না রকম জল্পনা করছেন।
২৭ এඣপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে প্যানেল গড়ছেন মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। এরমধ্যে মিশা সওদাগর হচ্ছেন সভাপতি আর সাধারণ সম্পাদক পদে লড়বেন ড🌸িপজল।