• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দৈনিক উপার্জন ৫০ লাখ রুপি, কী করে ওরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৪, ০১:৫২ পিএম
দৈনিক উপার্জন ৫০ লাখ রুপি, কী করে ওরি
ওরহান অবত্রমানি ওরফে ওরি। ছবি: সংগৃহীত

ওরহান অবত্রমানি ওরফে ওরি। তবে ওরি নামেই সবাই ডাকে। মাত্র দুবছরের মধ্যে বলিপাড়ার তারকাদের নয়নের মণি হয়ে উঠেছেন তিনি।
জাহ্নবী কাপুর, সুহানা খান থেকে সারা আলি খান, অনন্যা পান্ডে— এমনকি দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের মতো তারকাদের পাশেও দেখা গেছে বলিপাড়ার এই উঠতি তারকাকে। যদিও তিনি ছবিতে অভিনয় করেন না। শুধুই ছবি তোলেন। তার সঙ্গে ছবি নেই, এমন তারকা খুঁজে পাওয়াই দুষ্কর! তারকাদের সঙ্গে ছবি তুলেই নাকি লাখ লাখ রুপি উপার্জন করেন তিনি! সেই অর্থের অংকটা নাকি দৈনিক ২০-৩০ লাখ, আবার কখনো ক🉐খনো ৫০ লাখ ছোঁয়। খবর আনন্দবাজার অনলাইনের।

বলিপাড়ার যে কোনো পার্♛টি হোক কিংবা বিয়েবাড়ি অথবা জন্মদিন— ওরি ছাড়া যেন অনুষ্ঠান অসম্পূর্ণ। নেটপাড়ায় তিনি পরিচিত মুখ। তার নিত্যনতুন দামি পোশাক কিংবা ফোনের কভার অথবা চুলের ছাঁট নিয়ে নেটাগরিকদের উৎসাহ রয়েছে। পাশপাশি অনেকেরই কৌতূহল রয়েছে তার আয়ের উৎস নিয়ে। কীভাবে রোজগার করেন যে, এমন বিলাসবহুল জীবনযাপন করতে পারেন তিনি? এবার ন💙িজের ঢাক যেন নিজেই পেটালেন ওরি। সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে এসে তিনি জানান, ছবি তুলেই নাকি লাখ লাখ রুপি আয় করেন তিনি। করণ জোহরের এজেন্সিতে তার কাজ দেখাশোনা করে। তবে সিনেমা করতে রাজি নন তিনি। অত খাটাখাটনি করতে পারবেন না, সাফ কথা এ তারকার।

স্রেফ তারকাদের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমা👍ধ্যমের পাতায় পোস্ট করেই নাকি লাখ লাখ রুপি উপার্জন করেন তিনি। ওরির কথায়, ‘বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি ছবি তুলি, আর সেই ছবি পোস্ট করার জন্য আমি টাকা পাই। এক রাতেই ওই সব ছবি পোস্ট করে আমি ২০-৩০ লাখ টাকা রোজগার করি। তা ছাড়া আমাকে ♊বিয়েতে লোকে ডাকেন। তাদের বিয়েতে ছবি তোলার জন্য ১৫-২০ লাখ রুপি দেন।’ সেই ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করলে নাকি বাড়ে টাকার অংক! পাশাপাশি ওরি এ-ও জানান— শুধুই কাজ নয়, মানুষকে আনন্দ দিতেও চান তিনি।

 

Link copied!