• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাংলাদেশের সমর্থনে হাতিরঝিলে কনসার্ট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩, ০১:১৩ পিএম
বাংলাদেশের সমর্থনে হাতিরঝিলে কনসার্ট
বাংলাদেশের জয়গান গাইতে হাতিরঝিলে কনসার্ট। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সকল সাফল্যকে সমর্থন জানিয়ে একটি কনসার্টের আয়োজন করছে লার্কসাম ইভেন্টস। ‘সমর্থন বাংলাদেশ কনসারꦗ্ট ২০২৩’ শিরোনা🌊মের কনসার্টটির পরিবেশনায় রয়েছে দেশীয় স্টার্টআপ কোম্পানি ‘গো যায়ান’।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ৩টায় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে কনসার্টটি। দিনটি জমকাল😼ো আয়োজনে ঢাকা মাতাবে ব্যান্ড আর্টসেল, ব্ল্যাক, সোনার বাংলা স𝓀ার্কাস, বে অফ বেঙ্গল, আঁধখানা চাঁদ, স্টুডিও মায়েস্ট্রোস, ফিচারিং আর্টিস্ট এবং মিলন।

দেশসেরা সব সব আর্টিস্টদের সাথে গলা মিলিয়ে বাংলাদেশের জয়গান গাইত🌞ে কনসার্টটি শুরু হবে বলꦬে আয়োজক সূত্র জানায় জানা গেছে।

কনসার্ট প্রসঙ্গে আয়োজন প্র🅰তিষ্ঠানের পক্ষ থেকে🐽 মডেল সারবিনা জামান রিবা বলেন, ‘‘বিশ্বকাপের উন্মাদনা এখন চারদিকে। বাংলাদশে ক্রিকেট দল বিশ্বকাপে খেলছে। তাই বাংলাদেশকে সমর্থন ও উৎসাহ দেওয়ার জন্যই এই কনসার্টের আয়োজন করা হয়েছে।’’

কনসার্টের টিকিটের জন্য ভিসিট করুন এই লিংকে

Link copied!