ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’র গুরুত্বপূর্ণ চরিত্র ইনসপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি। এই চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন দিনেশ ফাদনিস। তবে অনুরাগীদের জন্য এবার দুঃসংবাদ দিলেন এই অভিনেতা। মৃত্যুর সঙ্গಞে পা൲ঞ্জা লড়ছেন তিনি।
এক 🍷প্রতিবেদনে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর অভিনেতা দিনেশ ফাদনিসকে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি।
এর আগে শুক্রবার (১ ডিসেম্বর) রাতে সংবাদমাধ্যমকে সিআইডি টিমের সদস্যরা জানিয়ꦛেছেন, রাতে দিনেশের শারীরিক পরিস্থিতি আরও গুরুতর ছিল। সেই💟 তুলনায় বর্তমানে অভিনেতার শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিআইডি সিরিয়ালে ফ্রেডি চরিত্রে অভিনয় করেন অভিনেতা দিনেশ। তার চরিত্রটি দর্শকের কাছে বেশ জনপ্রিয়। ওই সময়ের মধ্য꧟ে জনপ্রিয় শোর মধ্যে একটি ছিল সিআইডি। যা শুরু হয়েছিল ১৯৯৭ সালে। এটি ছিল ভারতীয় টেলিভিশনের প্রথম অপরাধভিত্তিক শোর মধ্যে অন্যতম একটি।