সৃজিত মুখার্জির পরিচালনা ও চঞ্চল চৌধুরী অভিনীত ‘পদাতিক’ সিনেমাট🍷ি লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে রোববার💦 (৫ নভেম্বর)।
এ প্রদর্শনী উপলক্ষ্যে বুধবার (১ নভেম্বর) একই ফ্লাইট🏅ে লন্ডনে যান সৃজিত ও চঞ্চল।
এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, “এটা ‘পদাতিক’র জন্য অনেক বড় একটা সফর। লন্ডনে সিনেমাটির তিনটি প্রদর্শনী হয়েছে। শেষ দিন সিনেমাটি লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়ে๊ছে। সবার সঙ্গে বসে আমি ও ▨পরিচালক সৃজিত সিনেমাটি দেখেছি।”
‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে চঞ্চ🍨ল চৌধুরী ও মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমꦺিকায় অভিনয় করেছেন ওপার বাংলার মনামী ঘোষ।
সিনেমাটি প্রযোজনা 🐠করেছেন ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশন।