• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হাশিম মাহমুদের গান গাইলেন চঞ্চল চৌধুরী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ১০:৩৮ এএম
হাশিম মাহমুদের গান গাইলেন চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেয়া

‘সাদা সাদা কালা কালা’ খ্যাত গানের গীতিকার হাশিম মাহমুদ। তার লেখা সুর করা আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও গায়ক চঞ্চল চৌধুরী। গানের শিরোনাম বাজি। চঞ⛎্চল চৌধু▨রী গানটি গেয়ে সঙ্গে জুড়ে দিয়েছেন ভিডিও। ভিডিওটির বেশিরভাগ অংশও তার শুটিং করা। তবে আংশিক ভিডিও ধারন করেছেন তাহসিন।

গতকাল গানটি নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন চঞ্চল। সেখানে তিনি লিখেছেন, ‘অনেকদিন আগে বিনোদের স্টুডিওতে একটা অনুষ্ঠানের রিহার্সেল করতে গিয়ে হাশিম মাহমুদের এই গানটা পূর্ব প্রস্তুতি ছাড়াই রেকর্ড করেছিলাম। নিজে ꦇনিজেই ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম।

আজ সবার জন্য পোস্ট করলাম। হাশিম মাহমুদের গান ছড়িয়ে পড়ুক সবার প্রানে। ‘সাদা সাদা কালা কালা’ কিংবা ‘ফুল ফুটেছে গন্ধে সারা মন’ ♐ এসব গানের স্রষ্টা তিনি। আমাদের প্রিয় হাশিম ভাই।’ চঞ্চল জানান, গানটির নতুন করে সুর ও সংগীত♊ করেছেন বিনোদ রায়।

Link copied!