• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিটিএস তারকা ভির ইংরেজি গান আসছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৪, ১০:৩১ এএম
বিটিএস তারকা ভির ইংরেজি গান আসছে

এবার ইংরেজি এক🅘ক গান ‘ফ্রেন্ডস’ প্রকাশ করছেন বিটিএস তারকা ভি। ১৫ মার্চ বেলা একটায় গানটি প্রকাশিত হবে বলে জানিয়েছে ভির এজেন্সি বিগ হিট মিউজিক। খবর দ্য কোরিয়া হেরাল্ডের

বৈশ্বিক ফ্যান কমিনিউটি প্ল্যাটফর্ম উইভার্সে গানের কয়েকটি টিজার প্রকাশ করেছে বিগ হিট মি🅺উজিক। ইংরেজি ভাষায় লেখা গানটি ‘রিদম অ্যান্ড ব্লুজ’ জনরার গান; এই গানে তুলে আনা হয়েছে প্রেম।

এই মুহূর্তে সামরিক প্রশিক্ষণে আছেন ভি। প্রশিক্ষণে যোগ দেওয়ার আগে গত বছরের ডিসেম🐻্বরে গানটি রেকর্ড করেন তিন🍃ি। আগামী বছরের ১০ জুন তার প্রশিক্ষণ শেষ হওয়ার কথা।

গত বছরের সেপ্টেম্বরে ভির প্রথম একক অ্যালবাম ‘লেওভার’ প্রকাশিত হয়েছে। অ্যালবামে ছয়টি গান রয়েছে।
এ🅷র আগে বিটিএসের সঙ্গে ‘স্টিগমা’ ও ‘ই🌊নার চাইল্ড’ গানে ভিকে পাওয়া গেছে।

Link copied!