বিটিএস তারকা জাংকুকের একক গান ‘সেভেন’ বিলবোর্ডের তালিকায় রীতিমতো রাজত্ব করছে। তবে, এই🦂 গানের বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ♎১৯৯৯ সালে মুক্তি পাওয়া কোরীয় ব্যান্ড ‘ফিন কে এল’–এর আলোচিত গান ‘টাইম অব মাস্ক’–এর সঙ্গে জাংকুকের ‘সেভেন’ গানের মিল পাওয়ার দাবি করেছেন অনেকে। ‘টাইম অফ মাক্স’ গানটির কম্পোজার ইয়াং জুন-ইয়ং অভিযোগটি তুলেছেন। তিনি ‘হাইবি’কে এর প্রমাণও পাঠিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছেন তিনি।
এদিকে গানটি নিয়ে বিতর্কের মুখে জাংকুকের এ♔জেন্সি বিগহিট ꦇমিউজিক এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগটি সত্য নয়, এর কোনো ভিত্তি নেই।
সেভেন’ গানটি জাংকুকের পꦦ্রথম একক গান। গত ১৪ জুলাই গানটি প্রকাশের পর হুমড়ি খেয়ে পড়েন জাংকুক ভক্তরা। স্পটিফাইতে ৪০০ মিলিয়ন স্ট্রিম করেছে ‘সেভেন।’ এর আগে এত কম সময়ের মধ্যে কোনো পুরুষ গায়কের গান এতবার ꦺস্ট্রিম হয়নি। অল্প সময়ের ব্যবধানে বিটিএসের ‘হট ১০০’ তালিকার শীর্ষে উঠেছে গানটি।
গত বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে প্রথম এশিয়ান গায়ক হিসেবে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন ২৫ বছর বয়সী তারকা জাংকুক। ফাহাদ আল কুবাইসির সঙ্গে জাংকুকের পারফরম্যান্স মুগ্ধ কর𝓰েছে দর্শকদের। তার পরিবেশনায় দর্শক এতটাই মুগ্ধ হয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর রেশ ছড়িয়ে পড়েছে। দুর্দান্ত পরিবেশনার প্রতিক্রিয়া জানিয়ে বিটিএস আর্মির ভক্তরা গায়কের প্রশংসায় টুইটারে জোয়ার তৈরি করেছে।