ব্যোমকেশ ওয়েব সিরিজের শুটিং করতে বেশ কিছু দিন ধরে সদলবলে মধ্যপ্রদেশে রয়েছেন সৃজিত মুখার্জি। সেখানে🍒 মৌমাছির কামড় খেয়ে নাজেহাল অবস্🔥থা সৃজিত ও তার শুটিং টিমের।
আনন্দবাজার জানায়, বুধবার (৩১ মে) জঙ্গলের𓂃 মধ্যে কিছু শট নিতে গিয়ে হঠাৎ মৌমাছির কব𝓰লে পড়ে তার ইউনিট। মৌমাছির বড় একটি দল তেড়ে আসে ইউনিটের দিকে। সৃজিত এবং সিরিজের ডিওপি সৌমিক হালদারসহ ইউনিটের একাধিক ব্যক্তি মৌমাছির কামড় খেয়েছেন।
সংবাদমাধ্যমটি আরও জানায়, সৃজিতের কানে মৌমাছি হুল ফুটিয়েছে। সৌমিকের অবস্থা আরো শোচনীয়। মৌমাছি কামড়ানোর পর সবাই ব্যথায় নাজেহাল হয়ে পড়েন। এজন্য কিছুক্ষণ বন্ধও ছিল সিনেমাটির শুটি🎶ং।
আগামী আগস্টে মুক্তি পাবে সৃজিতের ব্যোমকেশ সিরিজ। নাম ভূমিক🐓ায় অনির্বাণ ভট্টাচার্য ছাড়া রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায় ও সোহিনী সরকার।
একই সময়ে ব্যোমকেশ নিয়ে বড়পর্দায় আসছেন দেব। বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এ আরো থাকছেন অম্বরীশ ভট্টাচার্য ও রু💧ক্মিণী মৈত্র। কলকাতা ও মধ্যপ্রদেশের পর এই সিনেমা শুটিং হচ্ছে ঝাড়খণ্ডে।