• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চলচ্চিত্র ছেড়ে আমেরিকা পাড়ি জমালেন বিপাশা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ০৫:৩০ পিএম
চলচ্চিত্র ছেড়ে আমেরিকা পাড়ি জমালেন বিপাশা

বিপাশা কবিরের চলচ্চিত্র ক্যারিয়ার প্রায় এক দশকের কাছাকাছি। পারফর্মিং আর্টের একাধিক শাখাতেই বিচরণ ক෴রেছেন তিনি। নাটক ও চলচ্চিত্র দুই ক্ষেত্রেই তার বিচরণ ছিল অবারিত। তবে নায়িকা হিসেবে কোনো সিনেমায় সেভাবে সাফল্যের মুখ দেখেননি।

চলচ্চিত্র অঙ্গনে কয়েক বছর কাটিয়ে দেওয়ার পরেও নিজেকে শক্ত কোনো অবস্থানে প্রতিষ্ঠিত করতে না পারায় দেশ ছেড়ে আমেরিকায় স💞্থায়ী হয়েছেন এই অভিনেত্রী। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই নিউইয়র্কে বসবাস করছেন বিপাশা। সেখানেই নিজের জীবন নতুন করে সাজাতে চান তিনি।

কেন শোবিজ অঙ্গন ছাড়লেন, এমন প্রশ্নে বিপাশা✤ জানান, আইটেম গানে পারফর্ম করে একঘেয়েমিতা চলে আসছিল। আইটেম গান ছেড়ে হিরোইন হয়েও দর্শকপ্রিয়তা পাননি তিনি। ফলে একটা সময় উন্নত ভবিষ্যতের আশায় সিনেমা ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

বিপাশা বলেন, “আমার কাছে যেসব ছবির অফার আসছিল সেগুলো ভালো লাগছিল না। অনেকবার দেখেছি, প্রযোজক নিজেই হিরো হতে চান। এসব কিছু আমি নিতে পারিনি। আইটেম গান বাদ দিয়ে যখন হিরোইনে কনভার্ট হলাম তখন যেসব ছবি আসছিল মনে হচ্ছিল এসব করা আর না করা একই ব্যাপার। সত্যি বলতে, আমার ভালো লাগছিল না। এজন্য হতা🅰শ না হয়ে মুভ অন করছি।”

প্রসঙ্গত, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় ১𒁃৪তম অবস্থানে ছিলেন বিপাশা। পরে দু-চারটি নাটকে অভিনয় করেন। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ ছবিতে শখের বসে আইটেম গানে পারফর্ম করার পর তিনি আলোচিত হন। ২০১৬ পর্যন্ত ৫০টির বেশি আইটেম গান করেন তিনি। এরপর কয়েকটি সিনেমায় নায়িকা হিসেবেও অভিনয় করেন।

Link copied!