• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অস্কারে সেরা সহ-অভিনেত্রী ডা’ভাইন জয় র‍্যান্ডলফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৪, ১০:১২ এএম
অস্কারে সেরা সহ-অভিনেত্রী ডা’ভাইন জয় র‍্যান্ডলফ
অভিনেত্রী ডা’ভাইন জয় র‍্যান্ডলফ। ছবি: সংগৃহীত

৯৬তম অস্কার আসরে ‘দ্য হোল্ডওভার’ সিনেমার জন্য সেরা সহ🌸-অভিনেত্রꦍীর পুরস্কার জিতলেন ডা’ভাইন জয় র‍্যান্ডলফ।

১৯৭০ সালে বড়দিনের ছুটির সময় একটি মার্কিন বোর্ডিং স্কুলে থাকা স্টাফ এবং ছাত্রদের নিয়ে নির্মিত ‘দ্য হোল্ডওভার’ সিনে𓆉মায় স্কুলটির রান্নাঘরের প্রধান এবং একজন শোকার্ত মা মেরির চরিত্রে অভিনয় করার জন্য তিনি এই প❀ুরস্কার জিতেছেন।

💯এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন এমিলি ব্লান্ট (ওপেনহাইমার), ড্যানিয়েল ব্রুকস (দ্য কালার পার্পল), আমেরি𒐪কা ফেরেরা (বার্বি), জোডি ফস্টার ( নিয়াদ)।

সোমবার𝕴 ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।

Link copied!