• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘গান আলাপন’-এ বেলাল খান ও কর্নিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৪, ১১:২৪ এএম
‘গান আলাপন’-এ বেলাল খান ও কর্নিয়া
সংগীতশিল্পী বেলাল খান ও কর্নিয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের সংগীত বিষয়ক নিয়মিত  অনুষ্ঠান ‘গান আলাপন’। ইকবাল খন্দকারে𒈔র গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত এই অনুষ্ঠানের এই পর্বে অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান ও কর্নিয়া। তারা কথা বলেছেন নিজেদের গাওয়া শ্রোতানন্দিত কিছু গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে। 

বিশেষ করে তারা প্রকাশ করেছে🍌ন গানগুলো তৈরি ও ভিডিওগুলো নির্মাণের পেছনের গল্প। আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার। সৈয়দা ফারহানা হাসানের প্রযোজনায়  ‘গান আলাপন’ এর এই পর্বটি বিটিভিতে প্রচার হবে আগামী শনিবার বিকাল রাত ৫টা ৩৫ মিনিটে।

অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, আজকাল শ্রুতিমধুর গানের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে গল্পনির্ভর ভিডিও। আর সেইসব ভিডিও নিয়েই নির্মিত হয়েছে আমাদের এবারের পর্ব। আশা করি দর্শ🦄কদের ভালো লাগবে।

প্রযোজক সৈয়দা ফারহানা হাসান বলেন, বিটিভিতে সংগীতবিষয়ক নানারকম অনুষ্ঠান প্রচার হয়ে থাকে। তবে মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান এর আগে কখনোই হয়নি। তাই ইতোমধ্যে অনুষ্ঠানটি দর্শকের পছন্দের🌞 তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। আশা করছি জনপ্রিয় দুই শিল্পীর গানের ভিডিও নিয়ে নির্মিত এই পর্বটিও তারা দারুণভাবে উপভোগ করবেন।


 

Link copied!