শাকিববিহীন বাংলাদেশি ছবি সফল হয় না বলে মন্তব্য করেছেন খ্যাতিমান প্রযোজক আরশাদ আদনান।
তিনি বলেন, ‘দর্শক ভালো ছবি দেখতে চায়, বিগ বা𝕴জেটের ছবি দেখতে চায়। শাকিব ছাড়া বিগ বাজেটের ছবি নির্মাণ করলে টাকা ফেরত আসে না। তাই এখন শাকিব খানের ওপরে আস্থা।’
২০২৩ এর সবচেয়ে ব্যবসাসফল🍸 চলচ্চিত্র ছিল শাকিব খান অভিনীত ‘প্রিয়𒀰তমা’। এই ছবিটি শাকিব খানের ক্যারিয়ার নতুন করে চাঙ্গা করে দিয়েছে।
‘প্রিয়তমা’র সাফল্য নিয়ে ছবিটির প্রযোজক আরশাদ আদনান বললেন, ‘আমি ছবিটি নিয়ে গবেষণা করেছি। প্রতিনিয়ত পেপারওয়ার্ক করেছি। সে কারণেই ছবিটি দর্শকের কাছে পৌঁছেছে। আর শাকিব খান পুরো ডেডিকেশন♉ নিয়ে কাজ করেছে।’
প্রিয়তমা’র ব্যপক সাফল্যের পরপরই আরশাদ আদনান সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মাণ করছেন ‘রাজকুমার’। এই ছবিটির একাংশের শুটিং শেষ হলো সম্প্রতি। শিগগিরই ছবিটি ভারত, দুবাই ও আমেরিকার একাধিক স্ট꧋েটে শুটিং করা হবে বলে জানান প্রযোজক আদনান।
তিনি আরও জানান, আসছে রোজার ঈদে ‘রাজকুমার’ মুক্তির দেওয়া হবে। আরশাদ আদনানের প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া প্রায় ২০ বছর ধরে একাধিক নাটক, টেলিফিল্ম ও সিনেমা নির্মাণ করে চলেছে।