দেশের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী ববিতাকে ঘিরে যুক্তরাষ্ট্রের ডালไাস সিটিতে শুক্রবার (৫ আগস্ট) থেকে শুরু হচ্ছে ‘ডালাস বাংলা চলচ্চিত্র উৎসব’। ডালাস অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিতব্য এ আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনেত্রী ববিতা। অনুষ্ঠানটি আয়োজন করছে ‘সৃজনের হাট’ নামে একটি সংগঠন।
ডালাস চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ববিতা বলেন, “যে কোনো সম্মাননাই একজন শিল্পীর জন্য সম্মানের। শিল্পীরা কাজের মূল্যায়ন চায়। সেটা যদি পায় তাহলে তৃপ্তি, কাজের আগ্রহ আরও বেড়ে যায়। এ উৎসবে সবকিছু বলা যায় আমাকে ঘিরেই হচ্ছে। তাই বেশ ভালো লাগছে।🐻 বিশ্বের প্রায় সব বড় চলচ্চিত্র উৎসবে যাওয়ার সুযোগ হয়েছে আমার। দেশি-বিদেশি অনেক পুরস্কারও পেয়েছি। সব সম্মাননাই আꦓমার কাছে অনেক গৌরবের।”
জানা গেছে, অনুষ্ঠানটি উদ্বোধনও করবেন ববিতা। আয়োজনে তার হাতে সম্মাননা তুলে দেবেন ডালাসের মেয়র।
উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ববিতা অভিনীত, আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমাটি। এছাড়া স🌼ত্যজিৎ রায় পরিচালিত ও ববিতা অভিনীত ‘অশিন সংকেত’ সিনেমাটিও প্রদর্শিত হবে। আগামী শনিবার (৬ আগস্ট) উৎসবটির পর্দা নামবে।