নন্দিত অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন দেশ ও দেশের বাইরে।☂ কাজ করেছেন সত্যজিৎ রায় ও জহির রায়হানের মতো কিংবদন্তির সিনেমায়। এখন অভিনয় থেকে অনেকটাই রয়েছেন দূরে। থাকেন কানাডা ও আমেরিকায়। সুযোগ হলেই ছুটে আসেন জন্মভূমিতে।
ক꧂ানাডা থেকে সম্প্রতি দেশে ফিরেছেন নন্দিত ൩এই অভিনেত্রী ববিতা। পরিবারের সঙ্গেই এখন সময় কাটছে।
ববিতা জানান, দেশের বাইরে থেকে আমার ভাইয়েরা আসছে। তাদের ছেলেমেয়ে, বোনের ছেলেমেয়ে সবাইকে নিয়ে সুন্দর সম🌌য় কাটছে। এ ছাড়া অনেক বছর পর দাদাবাড়িতে গিয়েছিলাম। সেখানে আমরা একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছি ভাইবোনেরা মিলে। এ ছাড়া বাপ-দাদার মাটিতে পা দিলে যে শান্তি, সেই শান্তি পৃথিবীর কোথাও নেই। কারণ এখনো বাড়িতে গেলে আশপাশের লোকজন আত্মীয়স্বজনের কাছে যেভাবে ভালোবাসা পাই। তাতেই হৃদয় জুড়ে যায়। এখন দেশে এভাবেই সময় কাটছে।