• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সৌরভের বায়োপিকে আয়ুষ্মান?


তপন বকসি
প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ০১:৫২ পিএম
সৌরভের বায়োপিকে আয়ুষ্মান?

দুই বছর ধরেই সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে বলিউডের কোন অভিনেতাকে দেখা যাবে, তা নিয়ে জল্পনা চলছে। প্রথমে শোনা গিয়েছিল স্বয়ং দাদার পছন্দের তালিকায় রয়েছেন হৃতিক রোশন ও রণবীর কাপু𒆙র। এই দুই বলি নায়ককে মাথায় রেখে সৌরভ দুই বছরে বেশ কয়েকবার মুম্বাই এসেছে💛ন দফায় দফায় আলোচনা করার জন্য। কিন্তু শেষমেশ সেই আলোচনার কোনো চূড়ান্ত উত্তর সামনে আসেনি। তারই মধ্যে সৌরভ গাঙ্গুলীকে চিত্রনাট্যে কিছু বদল আনতে হয়েছে। কিছু সংযোজন করতে হয়েছে।

প্রথমে হৃতিক রোশন বাতিল হওয়ার পর সৌরভের পছন্দের তালিকায় উঠে আসে রণবীর কাপুরের নাম। আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হলো, রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘তু ঝুঠি ম্যয় মক্কড়’ ছবিটির প্রযোজক লাভ রঞ্জনই সৌরভের বায়োপিকের প্রযোজক হিসেবে চূড়ান্ত হয়েছেন। তাই প্রযোজক লাভ রঞ্জনের গোষ্ঠীর অভিনেতা হিসেবে সৌরভের চরিত্রে রণবীর কাপুরের নাম আরও বিশেষভাবে সামনে আসে। সম্প্রতি রণবীর কাপুর তার নিজের ছবি ‘তু ঝুঠি ম্যয় মক্কড়’ ছবির প্রচারে কলকাতার ইডে💎ন গার্ডেন্সে সৌরভের সঙ্গে যে ফ্রেন্ডলি ক্রিকেট খেলেছেন সংবাদমাধ্যমের সামনে, তাতে সৌরভের বায়োপিকে রণবীরের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছিল। কিন্তু কলকাতার এই প্রচারে সংবাদমাধ্যমের সামনে রণবীর কাপুর পরিষ্কার করে দেন তিনি সৌরভের বায়োপিকে অভিনয় করছেন না।

হৃতিক রোশনের পর রণবীর কাপুরও সৌরভের বায়োপিক থেকে বাদ পড়াতে এখন উঠে আসছে আরেক বলি অভিনেতার নাম। তিনি আয়ুষ্মান খুরানা। মূলত বাঁহাতি ক্রিকেটার হলেও সৌরভ কখনো কখনো ডান হাতও ব্যবহার করে থাকেন। রণবীর কাপুর যেমন শুধুই ডান হাতে ব্যাট করতে পারেন, আয়ুষ্মানের সেই সমস্যা নেই। তিনি সমানতালে দুই হাতে ব্যাট করতে পটু। ঠিক যেমন সুশান্ত সিং রাজপুত কജ্রিকেট খেলতে জানতেন বলেই মহেন্দ্র সিং ধোনির চরিত্রে তাকে নেওয়া হয়েছিল। তেমনই আয়ুষ্মান খুরানা ক্রিকেট খেলতে জানেন বলেই এই মুহূর্তে সৌরভের বায়োপিকে তার নামই সামনে এসেছে। সেই সঙ্গে আয়ুষ্মান খুরানা বাংলা ভাষা অল্প অল্প বলতে পারেন। ‘তু ঝুঠি ম্যয় মক্কড়’ রিলিজ হয়ে গিয়েছে বুধবার। তাই প্রযোজক লাভ রঞ্জন এখন পূর্ণ উদ্যমে সৌরভের বায়োপিকের প্রস্তুতি নিয়ে ছবি বানাতে নেমে পড়তে চাইছেন। আর সেখানেই সৌরভের চরিত্রে উঠে এসেছে আয়ুষ্মান খুরানার নাম।

Link copied!