• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ডনের ভূমিকায় অভিনয় করেছেন আসিফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৪, ০৪:০৬ পিএম
ডনের ভূমিকায় অভিনয় করেছেন আসিফ
‘দ্য লাস্ট ডন’ গানে আসিফ। ছবি: সংগৃহীত

ডনের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ।  এবার ঈদে আসিফ শ্রোতাদের উপহার দিলেন ভিন্ন ধরনের একটি গান। যেট🌱ি ঈদের দিন সন্ধ্যায় শিল্পীর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

‘দ্য লাস্ট ডন’ শিরোনামের গানে একজন ডনের ভূমিকায় এই শিল্পীকে হাজির হতে দেখা গেছে। গানের শুরুতেই দেখা যায় ব✤ন্দুক হাতে একজন আসিফ🀅ের দিকে এগিয়ে আসছেন। তার মুখ ঢাকা। বন্দুকের নিশানা চেয়ারে বসে থাকা শিল্পীর মাথা। এরপরই শুরু হয় দুর্ধর্ষ সব অ্যাকশন।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওটিতে ডনের ভূমিকায় অভিনয় করেছেন আসিফ। এর মাধ্যমে তিনি একটি ফিল্মি ভাইব দিতে চেয়েছেন💧 দর্শকদের।

গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে♕ন সময়ের জনপ্রিয় সিনেম🦩া নির্মাতা সৈকত নাসির। এ ছাড়া গানে আসিফ আকবরের সঙ্গে মডেল হতে দেখা গিয়েছে মডেল-অভিনেত্রী জেবা জান্নাতকে। গ্ল্যামারাস লুকে তিনিও নজর কেড়েছেন সবার।

‘দ্য লাস্ট ডন’ গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর করেছেন জাভেদ আহমেদ কিসলু। গানে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন স্মিতা রক্ষিত। এ ছাড়া র‍্যাপে কণ্ঠ দিয়েছেন 🍰হৃদয়, নাফি ও লিল ব্ল্যাক। 

Link copied!