• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মিথিলার নাকি ‘লাভ স্টোরি’তে অরুচি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০৯:৫১ পিএম
মিথিলার নাকি ‘লাভ স্টোরি’তে অরুচি
অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা: ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। তবে এখন তিনি সরব হয়েছেন কলকাতাও। দুই দেশের নানা ধরনের কনটেন্টে দেখা যায় তাকে। কিছুদি🥂ন আগে ‘বাজি’ নামে একটি ওয়েব সিরিজ করেছেন। সেই স𓆉িরিজে তাহসানের সঙ্গে অভিনয় নিয়েও কম জল ঘোলা হয়নি। কারণ সেই সিরিজে অভিনয় করেছেন তার প্রাক্তন স্বামী ও অভিনেতা তাহসান খান।

একই সিরিজে দুই তারকার অভিনয় যখন আলোচনায়, আর সেই সময়ই প্রকাশ্যে এল একটি রহস্য। অভি﷽নেত্রী মিথিল🦩ার নাকি ‘লাভ স্টোরি’তে অরুচি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। একসময় ঢাকাই শোবিজে প্রেমের দৃশ্যে দেখা গেছে তাকে। তাহলে এখন কি ভেবেচিন্ত🅘েই সেই ‘লাভ স্টোরি’ এড়িয়ে যাচ্ছ♐েন এ অভিনেত্রী।

এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, হ্যাঁ, হয়ে গেছে।
প্রেম শেষ, আর চাই না। আর এ কথাটি বলেই হেসে দেন তিনি। এরপরই জানান, প্রেমিকার চরিত্রে🧸 অনেক অভিনয় করেছেন।

মিথিলা মনে করেন, এটা হয়তো তাকে ‘গার্ল নেক্সট ডোর বা পাশের বাড়ির মেয়ে’র মতো দেখতে বলে। তবে এখন আর এসব চরিত্র টানে না তাকে।
এ জন্যই গতানুগতিক প্রেমের গল্প এড়িয়ে ꧑যাচ্ছেন এ অভিনেত্র💯ী।

তিনি বলেন, ‘প্রেমের গল্পে♕ অভিনয় কꦏরতে চাই, তবে তা ইন্টারেস্টিং গল্প হতে হবে। আবার গল্পে আমার চরিত্রও ব্যতিক্রম হতে হবে। পাশের বাড়ির মেয়ের বাইরে ভিন্ন কিছু... তবেই করব।

প্রসঙ্গত, এরইমধജ্যে শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’র শুটিং শেষ করেছেন মিথিলা। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘জলে জ্বলে তারা’।’

Link copied!