শিল্পী সমিতির পিকনিকের এꦏকটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অকথ্য ভাষায় কথা বলার পাশাপাশি শিল্পী সমিতির সদসꦐ্যদের ঝগড়া পৌঁছায় হাতাহাতিতে।
তিন মিনিট ৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক কিশোরীর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন একজন। এরপরই পরিস্থিতি মোড় 💃নেয় ঝগড়ায়।
দুইজনের বাগ্বিতণ্ডায় শেষ 🍷পযন্ত ঝগড়া পৌঁছায় হাতাহাতিতে। এতে এফডিসিতে থাকা শিল্পী সমিতির পিকনিকে উপস্থিত ব্যক্তিরা ঝগড়া ও হাতাহাতি ঠেকাতে এগিয়ে আসেন।
পিকনিকের আনন্দঘন মুহূর্তে হঠাৎ কী 🌞কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে অবশ্য কিছুই জানা যায়নি।
রোববার (৩ মার্চ) রাতে এমন ভিডিও নেট-দুনিয়ায় প্রকা🉐শ পেতেই মুহূর্তে তা ছড়িয়ে পড়তে শুরু 🏅করে নেটিজেনদের মধ্যে।