• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাবেক স্বামীর বিয়ের খবরে বিস্ফোরক মন্তব্য রাখির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৪, ০২:৫৮ পিএম
সাবেক স্বামীর বিয়ের খবরে  বিস্ফোরক মন্তব্য রাখির

বলিউডের সমালোচিত অভিনেত্রী রাখ♓ি সাওয়ান্তের সাবেক𒊎 স্বামী আদিল খান দুরানি ফের বিয়ে করেছেন। বিগ বস ১২ প্রতিযোগী সোমি খানের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বৃহস্পতিবার (৭ মার্চ) নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করে সুখী দাম্পত্যের কথা জানিয়েছেন আদিল।

আর তা দেখেই এবার বিস্ফোরক মন্তব্য জানালেন রাখি সাওয়ান্ত। রাখির൩ মতে, আদিল তার শর🐲ীর ব্যবহার করে ছেড়ে দিয়েছেন।

গত বছর জুলাই মাসে আদিলকে বিয়ে করেন রাখ♕ি সাওয়ান্ত। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়। এমনকি, রাখির দাবি, আদিলের সঙ্গে নাকি তার ডিভোর্সও হয়নি।

সাবেক স্বামীর বিয়ের খবর সামনে আসতেই শুক্রবার (৮ মার্চ) ইনস্টাগ্রামে একটি পোস্ট করে নিজের কষ্টের কথা জানান রাখি। পোস্টে তিনি লিখেন, ‘আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি সবরকম যন্ত্রণা, পারিবারিক সমস্যা, বিশ্বাস, হার্টব্রেক, নিরাপত্তা🏅হীনতা, বিষন্নতা ইত্যাদির মধ্য দিয়ে যাচ্ছি। আমি এইসবের সঙ্গে লড়াই করেছি। আমার শরীর নিয়ে খেলেছে আদিল। কিন্ꦡতু, আমি কখনও হাল ছাড়িনি।’ এছাড়াও রাখি সাওয়ান্ত ইনস্টাগ্রামে ক্রমাগত দুঃখের স্টোরি শেয়ার করেছেন। তিনি কেবলই তার সঙ্গে হওয়া প্রতারণা, ঝামেলা এবং যন্ত্রণার কথা বলছেন।

রাখি দাবি করেন, আদিল মেয🅺়েদের জীবন নষ্ট করছে। স🍃ে অতীতে অনেক বিয়ে করেছে। রাখি আরও বলেন, আদিলের সঙ্গে তার এখনও ডিভোর্স হয়নি।

এর আগে এক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন রাখি। জানান, তার জন্য নয়, নিজের ইরানি প্রেমিকার জন্যই ছয় মাস জেলে ছিলেন আদিল। রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পཧেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো।

রাখির অভিযোগ, মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত🃏 কামের শিকার হয়েছেন তিনি। বাথরুমেও নাকি ছাড় পেতেন না তিনি। রাখি জানান, তার একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। এরপরই আবার সাংবাদিককে মোবাইল দেখিয়ে বলেন, ‘এই দেখুন ৪৭ লাখ রুপি ওর অ্যাকাউন্টে। এত্ত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল।’ নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন রাখি।

অন্যদিকে আদিল বলেছিলেন, ‘রাখির মতো মহিলাদের সঙ্গে কথা বলাও বিপজ্জনক। সংবিধানে নারীসুরক্ষার যে আইন রয়েছে তা ব্যবহার করে যা খুশি তাই করতে পারে।’ আদিলের অভিযোগ, আগের স্বামী রীতেশ সিংকে ডিভোর্স না🍸 দিয়েই তাকে বিয়ে করেছিলেন রাখি। অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি আদিলের থেকে সাত বছরের বড়। কিন্তু আদিলের দাবি, তিনি রাখির থেকে ১৯ বছরের ছোট। ভিডিও কল সেশনে রাখিꩲ তার নগ্ন ভিডিও শুট করেছিল বলেও অভিযোগ আনেন আদিল। 

Link copied!